AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Space Tourism: চাইলেই এবার আপনিও ঘুরতে যেতে পারবেন মহাকাশে! কত খরচ? কী ভাবে বুক করবেন?

Space Tourism: সম্প্রতি এরকমই মহাকাশ ভ্রমণে গিয়ে নতুন ইতিহাস গড়েছেন বিশ্ববিখ্যাত গায়িকা কেটি পেরি। তিনি সহ ৬ নায়িকা পারি দিয়েছেন মহাশূন্যে। মার্কিন শিল্পপতি জেফ বেজোসের সংস্থা 'ব্লু অরিজিন'-এ চড়ে ঘুড়ে এসেছেন তাঁরা। চাইলে যেতে পারেন আপনিও! দেখে নিন খরচপাতিও।

| Updated on: Apr 16, 2025 | 4:40 PM
ভাবুন তো একবার! 'উঠল বাই তো কটক যাই' করার মতো যদি আপনি চলে যেতে পারতেন মহাকাশে। হ্যাঁ মানে দার্জিলিং, পুরী, দিঘা, লন্ডন, প্যারিস সব ছেড়ে ইচ্ছা হল আর ছুটি কাটাতে সোজা চলে গেলেন মহাশূন্যে। তাহলে কেমন হত। চিন্তা নেই, সেই স্বপ্ন এখন আর শুধুই স্বপ্ন নয়। ইলন মাস্কের স্পেসএক্স বা বেজোসে 'ব্লু অরিজিন'-এর মতো সংস্থাগুলির রমরমার ফলে আজ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে 'স্পেস ট্যুরিজম'।

ভাবুন তো একবার! 'উঠল বাই তো কটক যাই' করার মতো যদি আপনি চলে যেতে পারতেন মহাকাশে। হ্যাঁ মানে দার্জিলিং, পুরী, দিঘা, লন্ডন, প্যারিস সব ছেড়ে ইচ্ছা হল আর ছুটি কাটাতে সোজা চলে গেলেন মহাশূন্যে। তাহলে কেমন হত। চিন্তা নেই, সেই স্বপ্ন এখন আর শুধুই স্বপ্ন নয়। ইলন মাস্কের স্পেসএক্স বা বেজোসে 'ব্লু অরিজিন'-এর মতো সংস্থাগুলির রমরমার ফলে আজ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে 'স্পেস ট্যুরিজম'।

1 / 8
সম্প্রতি এরকমই মহাকাশ ভ্রমণে গিয়ে নতুন ইতিহাস গড়েছেন বিশ্ববিখ্যাত গায়িকা কেটি পেরি। তিনি সহ ৬ নায়িকা পারি দিয়েছেন মহাশূন্যে। মার্কিন শিল্পপতি জেফ বেজোসের সংস্থা 'ব্লু অরিজিন'-এ চড়ে ঘুড়ে এসেছেন তাঁরা। চাইলে যেতে পারেন আপনিও! দেখে নিন খরচপাতিও।

সম্প্রতি এরকমই মহাকাশ ভ্রমণে গিয়ে নতুন ইতিহাস গড়েছেন বিশ্ববিখ্যাত গায়িকা কেটি পেরি। তিনি সহ ৬ নায়িকা পারি দিয়েছেন মহাশূন্যে। মার্কিন শিল্পপতি জেফ বেজোসের সংস্থা 'ব্লু অরিজিন'-এ চড়ে ঘুড়ে এসেছেন তাঁরা। চাইলে যেতে পারেন আপনিও! দেখে নিন খরচপাতিও।

2 / 8
মহাকাশযানে চড়ে ৬ জন ঘুরে এসেছেন পৃথিবী পৃষ্ঠ থেকে ৬০ মাইল (১০০ কিলোমিটার) উপরে। ১১ মিনিটের জন্য তাঁরা মহাশূন্যে ছিলেন। কারমান লাইনের বাইরে নিয়ে যাওয়া তাঁদের, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাকাশ সীমানা। পশ্চিম টেক্সাস থেকে সকাল ৯:৩১ মিনিটে যাত্রা শুরু করে মহাকাশের উদ্দেশ্যে। নিজের ওজন শূন্য হয়ে গেলে কেমন হয়, তাও অনুভব করেছেন যাত্রীরা। এমন অভূতপূর্ব অভিজ্ঞতার কথা জানিয়েও সোশ্যাল মিডিয়ায় কেটি পেরি লিখেছেন, "বাড়ির মতো আরামদায়ক আর কিছু নেই"।

মহাকাশযানে চড়ে ৬ জন ঘুরে এসেছেন পৃথিবী পৃষ্ঠ থেকে ৬০ মাইল (১০০ কিলোমিটার) উপরে। ১১ মিনিটের জন্য তাঁরা মহাশূন্যে ছিলেন। কারমান লাইনের বাইরে নিয়ে যাওয়া তাঁদের, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাকাশ সীমানা। পশ্চিম টেক্সাস থেকে সকাল ৯:৩১ মিনিটে যাত্রা শুরু করে মহাকাশের উদ্দেশ্যে। নিজের ওজন শূন্য হয়ে গেলে কেমন হয়, তাও অনুভব করেছেন যাত্রীরা। এমন অভূতপূর্ব অভিজ্ঞতার কথা জানিয়েও সোশ্যাল মিডিয়ায় কেটি পেরি লিখেছেন, "বাড়ির মতো আরামদায়ক আর কিছু নেই"।

3 / 8
চাইলে আপনিও যেতে পারে এমন মহাকাশ অভিযানে। কী ভাবে যাবেন? ব্লু অরিজিনের ফ্লাইটে যে কেউ মহাকাশ ভ্রমণের জন্য বুকিং করতে পারেন। কোম্পানির ওয়েবসাইটে একটি রিজার্ভেশন পেজ রয়েছে। যেখানে সম্ভাব্য যাত্রীরা তাঁদের নাম, ঠিকানা এবং জন্ম সাল-এর মতো মৌলিক তথ্য তালিকাভুক্ত একটি ফর্ম পূরণ করতে পারেন। এতে একটি বিভাগও রয়েছে যেখানে কোম্পানি যাত্রীদের ৫০০ বা তার কম শব্দে নিজেদের বর্ণনা দিতে বলে। এই ফর্ম পূরণের একমাত্র শর্ত হল আবেদনকারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।

চাইলে আপনিও যেতে পারে এমন মহাকাশ অভিযানে। কী ভাবে যাবেন? ব্লু অরিজিনের ফ্লাইটে যে কেউ মহাকাশ ভ্রমণের জন্য বুকিং করতে পারেন। কোম্পানির ওয়েবসাইটে একটি রিজার্ভেশন পেজ রয়েছে। যেখানে সম্ভাব্য যাত্রীরা তাঁদের নাম, ঠিকানা এবং জন্ম সাল-এর মতো মৌলিক তথ্য তালিকাভুক্ত একটি ফর্ম পূরণ করতে পারেন। এতে একটি বিভাগও রয়েছে যেখানে কোম্পানি যাত্রীদের ৫০০ বা তার কম শব্দে নিজেদের বর্ণনা দিতে বলে। এই ফর্ম পূরণের একমাত্র শর্ত হল আবেদনকারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।

4 / 8
মহাকাশ ভ্রমণে কত খরচ হয়? ব্লু অরিজিনের বেসামরিক মিশনের সঠিক খরচ কিছুটা রহস্যজনক। কারণ কোম্পানিটি তা প্রকাশ করে না। তবে, রিজার্ভেশন পৃষ্ঠার নিচে একটি স্বীকৃতি রয়েছে যা ফ্লাইয়ারদের সতর্ক করে যে "অর্ডার প্রক্রিয়া শুরু করার জন্য" ১৫০,০০০ দিতে হবে। ভারতীয় মুদ্রায় সেই অঙ্কটা দাঁড়ায় এক কোটি আঠাশ লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা পাঁচ পয়সা(১২,৮৪৯৭৫৫.৫৫টাকা)। যদিও তা "সম্পূর্ণ ফেরতযোগ্য"।

মহাকাশ ভ্রমণে কত খরচ হয়? ব্লু অরিজিনের বেসামরিক মিশনের সঠিক খরচ কিছুটা রহস্যজনক। কারণ কোম্পানিটি তা প্রকাশ করে না। তবে, রিজার্ভেশন পৃষ্ঠার নিচে একটি স্বীকৃতি রয়েছে যা ফ্লাইয়ারদের সতর্ক করে যে "অর্ডার প্রক্রিয়া শুরু করার জন্য" ১৫০,০০০ দিতে হবে। ভারতীয় মুদ্রায় সেই অঙ্কটা দাঁড়ায় এক কোটি আঠাশ লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা পাঁচ পয়সা(১২,৮৪৯৭৫৫.৫৫টাকা)। যদিও তা "সম্পূর্ণ ফেরতযোগ্য"।

5 / 8
দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ২০২১ সালে তাদের প্রথম ক্রু ফ্লাইটে, ব্লু অরিজিন ২৮ মিলিয়ন ডলারে একটি আসন নিলামে তুলেছিল। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ব্লু অরিজিনের প্রতিযোগী, ভার্জিন গ্যালাকটিক, ২০০,০০০ ডলার থেকে ৪৫০,০০০ ডলারের মধ্যে রাইড অফার করেছে।

দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ২০২১ সালে তাদের প্রথম ক্রু ফ্লাইটে, ব্লু অরিজিন ২৮ মিলিয়ন ডলারে একটি আসন নিলামে তুলেছিল। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ব্লু অরিজিনের প্রতিযোগী, ভার্জিন গ্যালাকটিক, ২০০,০০০ ডলার থেকে ৪৫০,০০০ ডলারের মধ্যে রাইড অফার করেছে।

6 / 8
সবাইকে মহাকাশ ভ্রমণের জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করতে হয় না। স্টার ট্রেক তারকা উইলিয়াম শ্যাটনার এবং আমেরিকান টেলিভিশন উপস্থাপক মাইকেল স্ট্রাহানের মতো সেলিব্রিটিরা ব্লু অরিজিনের 'অতিথি' হিসেবে বিনামূল্যে নিউ শেপার্ড সাবঅরবিটাল লঞ্চ ভেহিকেলে ভ্রমণ করেছিলেন বলেও জানা যায়।

সবাইকে মহাকাশ ভ্রমণের জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করতে হয় না। স্টার ট্রেক তারকা উইলিয়াম শ্যাটনার এবং আমেরিকান টেলিভিশন উপস্থাপক মাইকেল স্ট্রাহানের মতো সেলিব্রিটিরা ব্লু অরিজিনের 'অতিথি' হিসেবে বিনামূল্যে নিউ শেপার্ড সাবঅরবিটাল লঞ্চ ভেহিকেলে ভ্রমণ করেছিলেন বলেও জানা যায়।

7 / 8
বিভিন্ন সংস্থার মহাকাশ ফ্লাইটের খরচ বিভিন্ন রকম। মোটামুটি ২ লক্ষ থেকে ৪ সাড়ে চার লক্ষ ডলার পর্যন্ত খরচ হতে পারে এই ট্রিপের জন্য। খরচ যাই হোক না কেন, এই অভিজ্ঞতার সামনে সবটাই বড় ফিকে। একবার যাবেন নাকি? মহাকাশ ভ্রমণে?

বিভিন্ন সংস্থার মহাকাশ ফ্লাইটের খরচ বিভিন্ন রকম। মোটামুটি ২ লক্ষ থেকে ৪ সাড়ে চার লক্ষ ডলার পর্যন্ত খরচ হতে পারে এই ট্রিপের জন্য। খরচ যাই হোক না কেন, এই অভিজ্ঞতার সামনে সবটাই বড় ফিকে। একবার যাবেন নাকি? মহাকাশ ভ্রমণে?

8 / 8
Follow Us: