Diploma in Yoga: যোগা নিয়ে হতে পারে আকর্ষণীয় কেরিয়ার, সুযোগ দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়! কী ভাবে করবেন আবেদন?
Diploma in Yoga: শারীরিক স্বাস্থ্যের সঙ্গেও মন ভাল রাখতেও বিশেষ ভূমিকা পালন করে এই জিনিসটি। যোগ করলে ধৈর্য্য শক্তিও বাড়ে। তাই অনেকেই নিয়মিত যোগ চর্চা করে থাকেন।

অধ্যাবসায় থাকলে যে কোনও কিছুই জয় করা সম্ভব। ঠিক তেমনই একটা কাজ হল যোগাসন। যোগচর্চা আমাদের দেশে বহু প্রাচীনকাল থেকেই প্রসিদ্ধ। শরীর স্বাস্থ্যকে ভাল রাখতে কী ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যোগাসান তা কমবেশি সকলের জানা। নিরোগ থাকতে, শরীরের নমনীয়তা বাড়াতে বিশেষ উপযোগী যোগ। আবার শারীরিক স্বাস্থ্যের সঙ্গেও মন ভাল রাখতেও বিশেষ ভূমিকা পালন করে এই জিনিসটি। যোগ করলে ধৈর্য্য শক্তিও বাড়ে। তাই অনেকেই নিয়মিত যোগ চর্চা করে থাকেন।
আপনি কি জানেন, যোগার তত্ত্ব ও প্রয়োগিক দিকগুলি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার জন্য রয়েছে উচ্চ শিক্ষার ব্যবস্থা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পেশাগত পাঠক্রমের বন্দোবস্ত রয়েছে। এবার সেই বিষয়ে উচ্চ শিক্ষার আরও একটি মাধ্যম খুলে গেল এই বাংলায়। যোগা নিয়ে পেশাগত ভাবে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু করেছে প্রতিষ্ঠান। যা স্বাস্থ্য সচেতন ও যোগা প্রশিক্ষণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ।
দুই সেমিস্টার নিয়ে গঠিত এই কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া চলছে ইতিমধ্যেই। যার জন্য আবেদন ফি ৫০০ টাকা এবং মোট কোর্স ফি ১৫,০০০ টাকা। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীরা এই কোর্সে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে। মোট আসন সংখ্যা ৫১টি। এর মধ্যে সাধারণ বিভাগের ৫১ জন ভর্তি হতে পারবেন। বাকি আসন সংখ্যা সীমিত রয়েছে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য।
আগ্রহী প্রার্থীদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মে মাসের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হতে পারে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ স্বাস্থ্য সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যোগা প্রশিক্ষণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি আদর্শ সুযোগ। ভবিষ্যতে শরীর চর্চায় যারা কেরিয়ার গড়তে চান, তাঁদের বিশেষ ভাবে সাহায্য করবে এই কোর্স। এই সমন্ধে আরও বিশদে জানতে হলে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।





