Short Film: মা বারবার ফিরে আসেন, আসছে এক অন্য ‘আগমনী’র গল্প…

Short Film: ছবির গল্প একটি ২২ বছরের ছেলে অভীককে ঘিরে। সে শহরের বাইরে থাকে। শুরুতেই দেখা যায় যে কিঞ্চিৎ বিষণ্ণ হয়ে অভীককে তার বাবা ফোন করে জিজ্ঞেস করছেন, যে সে এই বছর পুজোয় বাড়ি আসছে কি না, কারণ এই বছর তাদের বাড়িতে পুজো হবে না।

Short Film: মা বারবার ফিরে আসেন, আসছে এক অন্য ‘আগমনী’র গল্প...
‘আগমনী’র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রোহন সেন এবং ঐশ্বর্য সেন।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2021 | 7:59 PM

পুজো প্রায় শুরু গেল। বেশিরভাগ প্যান্ডেলে ঠাকুর এসে গিয়েছে। মা এসেছেন। মা বারবার ফিরে আসেন। বছরভর অপেক্ষা থাকে এই আগমনীর। কিন্তু এক অন্য আগমনীর গল্প শোনাবেন রোহন সেন। আগামিকাল ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ক্লিক’-এ মুক্তি পাবে তাঁর পরিচালিত এবং অভিনীত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘আগমনী’।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশনে স্নাতকোত্তরের ছাত্র রোহন। কেএফটিআই থেকে দু বছর আগে পাশ করেছেন। বছর চারেক আগে স্কুলে পড়ার সময় অভিনয় করেছিলেন, তার এতদিন পর আবার অভিনয়। TV9 বাংলাকে রোহন বলেন, “পুজোর গল্প নিয়ে ১৭ মিনিটের এই শর্ট ফিল্ম। মা বারবার ফিরে আসেন। বাড়ির ছেলে পুজোয় বাড়ি ফিরবে। কিন্তু মা, বাবার সেপারেশনের জন্য এ বার পুজো হবে না। সম্পাদনাও আমি করেছি। ক্যামেরার পিছনের কাজ বরাবরই আমার বেশি ভাল লাগত। এতদিন পরে অভিনয় নিয়ে টেনশন ছিল। তারপর দেখলাম হয়ে গেল। অসুবিধে হয়নি। পুজো আসলে ইমোশনাল অ্যাটাচমেনেটের জায়গা। আমার এ ভাবেই গল্প হোক গত বছর রিলিজ করেছিল। আর কিছুদিন পরে অপরাজিতা রিলিজ করবে। আগমনীতে প্রত্যেক মায়ের সঙ্গে মা দুর্গাকে রিলেট করা যাবে।”

এ প্রসঙ্গে মুখ্য চরিত্রের অভিনেত্রী ঐশ্বর্য সেন TV9 বাংলাকে বলেন, “পুজো রিলিটেড যে কোনও কাজ আমার খুব প্রিয়। যখন গল্পটা শুনলাম, চরিত্রটা শুনলাম, প্রত্যেকটা ইকুয়েশন ভাল লেগেছিল। আমরা প্রত্যেকেই তো বাড়িতে অনেক ঘটনার সম্মুখীন হই। সব তো আলোচনা করতে পারি না, মনে থেকে যায়। এই গল্পটাতে মাকে মা দুর্গার সঙ্গে রিলেট করে ভাবা হয়েছে। মা তো আমাদের সকলেরই কাছের। মা তো সব সময় সঙ্গে আছে। মায়ের প্রতি সন্তানের ভালবাসার যে সম্পর্ক সেটা রিলেট করতে পেরেছি এই কাজটায়। রোহনের সঙ্গে এটা আমার প্রথম কাজ। খুবই ভাল লেগেছে কাজটা। অনেকের তো মন খারাপও থাকে পুজোয়। এটা মন ভাল করার ছবি। শান্তির ছবি।”

ছবির গল্প একটি ২২ বছরের ছেলে অভীককে ঘিরে। সে শহরের বাইরে থাকে। শুরুতেই দেখা যায় যে কিঞ্চিৎ বিষণ্ণ হয়ে অভীককে তার বাবা ফোন করে জিজ্ঞেস করছেন, যে সে এই বছর পুজোয় বাড়ি আসছে কি না, কারণ এই বছর তাদের বাড়িতে পুজো হবে না। অভীক বাড়ি আসে। দিদির সঙ্গে কথা বলে বুঝতে পারে, বাবা মায়ের সেপারেশনের জন্য এ বছর পুজো হবে না। কিন্তু পুজো হয়, কী ভাবে হয়, তা জানতে দর্শককে চোখ রাখতে হবে ক্লিক প্ল্যাটফর্মে। আসলে মায়ের ফিরে আসার গল্প বলবে এই আগমনী। মা বারবার ফিরে আসেন।

‘আগমনী’র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রোহন সেন এবং ঐশ্বর্য সেন। এ ছাড়া রানা বসু ঠাকুর, অমৃতা দে, হিন্দোলা চক্রবর্তী, অন্তরা স্বর্ণকার, বুলান ঘোষের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই স্বল্প দৈর্ঘ্যের ছবি। এই ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন প্রযোজক অমৃতা দে।

আরও পড়ুন, Durga Puja 2021: ক্রেজি কার্তিক, সুপার সরস্বতী, গোলগাল গণেশ, লাকি লক্ষ্মীকে নিয়ে আসছে ‘ইয়ো দেবী’