Gossip: বিচ্ছেদ হতে না হতেই নতুন প্রেমিকা? কাপুর-পুত্রকে ঘিরে সমালোচনার বন্যা

Gossip: রাজ কাপুরের কন্যা রীমা কাপুর (জৈন)-এর ছেলে আদর জৈনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে অভিনেত্রী তারা সুতারিয়ার। দিন কয়েক আগেই সেই কথা নিজেই জানিয়েছেন তারা। বিচ্ছেদের শোক ফিকে না হতে হতেই আরও একটা প্রেম। জামাইবাবু সইফ আলি খানের দিওয়ালি পার্টিতেই পরিষ্কার হয়ে গেল চিত্রটা।

Gossip: বিচ্ছেদ হতে না হতেই নতুন প্রেমিকা? কাপুর-পুত্রকে ঘিরে সমালোচনার বন্যা
নতুন প্রেমিকা?

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 12, 2023 | 4:15 PM

রাজ কাপুরের কন্যা রীমা কাপুর (জৈন)-এর ছেলে আদর জৈনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে অভিনেত্রী তারা সুতারিয়ার। দিন কয়েক আগেই সেই কথা নিজেই জানিয়েছেন তারা। বিচ্ছেদের শোক ফিকে না হতে হতেই আরও একটা প্রেম। জামাইবাবু সইফ আলি খানের দিওয়ালি পার্টিতেই পরিষ্কার হয়ে গেল চিত্রটা। এক রহস্যময়ীর হাত ধরেই সইফের পার্টিতে পৌঁছে গেলেন আদর। কে সেই সুন্দরী? তিনিই কি আদরের নতুন প্রেমিকা? যেভাবে তাঁর হাত ধরে সইফের বাড়িতে ঢুকছিলেন আদর, তাতে তেমনটাই ধারণা করছেন নেটিজেনরা। হচ্ছে বিস্তর সমালোচনা। একজন লিখেছেন, “জামা কাপড় বদলানোর মতো প্রেম বদলান এঁরা। এই তো বিচ্ছেদ হল, এরই মধ্যে জীবনে নতুন মানুষ?” আর একজন লিখেছেন, “তারা অনেক ভাল ছিলেন। জানি না ব্রেকআপ কী করে হল। একদম মানাচ্ছে না।”

প্রসঙ্গত, কিছু দিন আগেই প্রেম ভাঙা নিয়ে মুখ খুলেছিলেন তারা। বলেছিলেন, “আমি কোনও সম্পর্ক নেই”। ভক্তদের মাথায় হাত! দু’জনের প্রেম ছবি বেশ পুরনো। গত বছরেও বিদেশে ঘুরতে গিয়েছিলেন। গিয়েছিলেন প্যারিস। প্রেমের সাক্ষী আইফেল টাওয়ার, প্যারিসের রাস্তা আজ যদিও সবই অতীত। তারা ও আদরের বিচ্ছেদ যে কেন হল, সেই হিসেবে কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁদের ভক্তরা।