নওয়াজুদ্দিন সিদ্দিকী ও আলিয়া সিদ্দিকীর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। নওয়াজের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ যেমন এনেছিলেন আলিয়া, ঠিক তেমনই বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও এনেছিলেন তিনি। তবে এবার গল্পের মোড় ঘুরে গেল অনেকটাই। আলিয়ার মনে বসন্ত। অন্তত এমনটাই আভাস দিচ্ছে ইনস্টাগ্রামে তাঁর পোস্ট ও একটি ছবি। রহস্যময় এক পুরুষের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন আলিয়া। লিখেছেন, “যে সম্পর্ক চেয়েছিলাম সেই সম্পর্কে ১৯ বছর ধরে থেকেছি, সেখান থেকে বের হতে ১৯ বছর লেগে গিয়েছে। কিন্তু আমার জীবনে, আমার সন্তানেরা আমার কাছে প্রাধান্য পেয়েছে। আজীবন পেয়ে যাবে। তবে কিছু কিছু সম্পর্ক এমন হয়ে যায় যা বন্ধুত্বের চেয়েও বেশি। আর এই সম্পর্কটাও তেমনই। আমি ভীষণ ভীষণ সুখী। আমারও তো সুখী হওয়ার অধিকার রয়েছে , তাই না?”
আকারে ইঙ্গিতে আলিয়া বুঝিয়ে দিয়েছেন এই পুরুষের সঙ্গেই সম্পর্কে রয়েছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন, এই তাঁর প্রাণের পুরুষ। এখনও বিচ্ছেদ হয়নি নওয়াজের সঙ্গে তবে শীঘ্রই সেদিকেই এগবেন জানিয়েছেন সংবাদমাধ্যমকে। একই সঙ্গে তিনি বলেন, “যাকে এখন ভালবাসি সে খবই ভদ্র মানুষ। পয়সা দিয়ে সব সময় সবটা বিচার করা যায় না। উনি আমায় ভীষণ শ্রদ্ধা করেন।” নওয়াজের সঙ্গে ঝামেলাও এখন আগের থেকে অনেকটা মিটেছে বলে জানিয়েছেন আলিয়া। কিছুদিন আগে সন্তানদের সঙ্গে দেখা করতে দুবাই এসেছিলেন নওয়াজ, জানিয়েছেন আলিয়া।
প্রসঙ্গত, জীবনে নতুন পুরুষ এলেও এখনও পদবী পরিবর্তন করেননি আলিয়া। ইনস্টাগ্রামে তাঁর নাম এখনও আলিয়া সিদ্দিকী। যদিও তিনি জানিয়েছেন নওয়াজের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেই তা করবেন তিনি। প্রসঙ্গত, নওয়াজকে বিয়ে করার কারণেই নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন আলিয়া। তাঁর জন্মগত নাম অঞ্জনা কিশোর পাণ্ডে। তাঁর নতুন প্রেমিকের হদিশ মিলতেই নেটিজেনদের প্রশ্ন, “তবে কি ধর্ম ফের নিজের ধর্মে ফিরে যাবেন তিনি?” সে উত্তর যদিও মেলেনি।