Salman Khan: বোনের হবু স্বামী বেকার, শুনে কেন খুশি হন সলমন? নিজেই জানালেন আয়ুষ

Salman Khan: আয়ুষ শর্মাকে কে না চেনেন? সলমন খানের ভগ্নীপতি তিনি। সম্পর্কে অর্পিতা খানের স্বামী। আয়ুষও অভিনয়ও করেন, তবে এখনও পর্যন্ত তাঁকে যতগুলি ছবিতে দেখা গিয়েছে তার প্রায় সব কয়টাই সলমন খানের সঙ্গেই।

Salman Khan: বোনের হবু স্বামী বেকার, শুনে কেন খুশি হন সলমন? নিজেই জানালেন আয়ুষ
বোনের হবু স্বামী বেকার, শুনে কেন খুশি হন সলমন?

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 15, 2023 | 4:48 PM

 

 

আয়ুষ শর্মাকে কে না চেনেন? সলমন খানের ভগ্নীপতি তিনি। সম্পর্কে অর্পিতা খানের স্বামী। আয়ুষও অভিনয়ও করেন, তবে এখনও পর্যন্ত তাঁকে যতগুলি ছবিতে দেখা গিয়েছে তার প্রায় সব কয়টাই সলমন খানের সঙ্গেই। সে যাই হোক, সলমনের কাছে তাঁর বোনকে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আয়ুষ নিজেই। কী বলেছিলেন প্রথম মিটিংয়ে? সেই সব কিছুই জানিয়েছেন আয়ুষ। নিজের প্রাথমিক পরিচয় দেওয়ার পরেই তিনি সোজাসুজি সলমনকে গিয়ে বলেন, “আমি আপনার বোনকে বিয়ে করতে চাই।” কিছুটা অবাকই হয়ে গিয়েছিলেন সলমন খান। থামিয়ে দিয়েছিলেন মাঝপথেই। কারণ, সে সময় অর্পিতার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা তো দূর, প্রপোজও করেননি আয়ুষ। বয়স মাত্র ২৪, কিছু চাকরি বাকরিও করেন না। বলিউডেও নেই কোনও পরিচিতি।

আয়ুষকে পাল্টা সলমন খান জিজ্ঞাসা করেন, “তোমার কি মনে হয়া না তুমি নিজেই ছোট? আর তা ছাড়া তুমি কী কর?” আয়ুষ উত্তর দেন, “আমি কিছু করি না। পারিবারিক ব্যবসা রয়েছে।” আয়ুষের উত্তর শুনে খুশি হয়েছিলেন সলমন। কেন জানেন? কারণ তিনি সৎভাবে উত্তর দিয়েছিলেন। এর পরেই আর সলমন খান দ্বিতীয় বার ভাবেননি। তাঁকে বাড়িতে ডেকে সেলিম খানের সঙ্গে দেখা করতে বলেন। ২০১৪ সালে বিয়ে হয় আয়ুষ ও অর্পিতার। দুই সন্তান নিয়ে আপাতত সুখের সংসার তাঁদের।

প্রসঙ্গত, আয়ুষ শর্মার কাজ করার কথা ছিল ‘কিসিকি ভাই কিসি কি জান’ ছবিতে। শোনা যায়, শুটিং শুরু করে দিলেও ওই ছবি থেকে সরে আসেন তিনি। এও শোনা যায় দু’জনের মধ্যে নাকি দেখা গিয়েছে মতবিরোধ। যদিও দু’জনের কেউই এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।