বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে প্রকাশ্যেই মস্করা! ছেলে হিসেবে পছন্দ হল না অভিষেকের। আর তারপরেই যা ঘটল তা হয়তো কিছুটা হলেও বচ্চন পুত্রের স্বভাব বিরুদ্ধ। আপাতভাবে কোনওদিন ঝামেলায় না জড়ানো অভিষেকও সামলাতে পারলেন না নিজেকে। মাঝপথেই কমেডি শো ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। যাওয়ার আগে শো-এর কর্মকর্তাদের বলেও গেলেন, ‘আমি বোকা নই’। ঠিক কী ঘটেছে?
এক ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত শো ‘কেস তো বানতা হ্যায়’-এ আমন্ত্রিত হয়ে এসেছিলেন অভিষেক। সেখানেই কমেডিয়ায় পরিতোষ ত্রিপাঠি অমিতাভকে নিয়ে এমন এক মস্করা শুরু করেন যে মাঝপথেই তাঁকে থামিয়ে দেন অভিষেক। কিছুক্ষণের মধ্যেই গোটা ব্যাপারটি মাত্রা ছাপিয়ে যেতে থাকে। শো-র সঞ্চালক রীতেশ দেশমুখকে ডেকে শো বন্ধ করতেও বলা যায় তাঁকে। ছুটে আসেন কর্মকর্তারা। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে বারংবার বোঝানো সত্ত্বেও কিছুতেই ক্ষান্ত হননি অভিষেক। বরং তাঁকে প্রকাশ্যেই বলতে শোনা যায়, “এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমাকে নিয়ে যা ইচ্ছে বল। আমি কিছু মনে করব না। দয়া করে বাবা-মায়েদের নিয়ে এ সব বলো না।” ঘটনায় অপ্রস্তুতে পড়ে যান খোদ কমেডিয়ানও। তিনি অভিষেকের কাছে এসে ক্ষমা চাইতেও থাকেন। তাঁকে বলতে শোনা যায়, অমিতাভ তাঁরও বাবারই মতো। এত কিছু সত্ত্বেও যদি শান্ত হন অভিষেক। বরং তিনি আরও বলেন, “উনি আমার বাবা। বাবার ব্যাপারে আমি যথেষ্ট সংবেদনশীল। এইটুকু সম্মান তো ওঁর প্রাপ্য।” শো-র পরিচালক ফারহাদ সামজিওকে দেখা যায় ঘটনাস্থলে। তবে অভিষেকের মুখে একটাই কথা, “আমি বোকা নই”।
অ্যামাজনের এই মিনি সিরিজের মূল ভাবনা হল উপস্থিত কমেডিয়ানেরা কোনও এক সেলিব্রিটির ‘রোস্ট’ অর্থাৎ তাঁকে নিয়ে মজার কিছু বলবেন। বহু সেলেব এখনও পর্যন্ত হাজির হয়েছেন সেখানে। ছবির সঞ্চালক রীতেশ দেশমুখ। এ ছাড়াও রয়েছে বরুণ শর্মা ও কুশা কাপাডিয়া। বাবাকে নিয়ে মস্করায় রেগে গিয়েছেন অভিষেক, অমিতাভ বচ্চন এ নিয়ে কিছু প্রতিক্রিয়া দেন নাকি এখন সেটাই দেখার।