AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Actor Abhishek Banerjee: নামের বিড়ম্বনায় অভিষেক বন্দোপাধ্যায়, টুইটার গুলিয়ে দিল সবকিছু!

Abhishek Banerjee: টিনসেল টাউনে ক্রমেই নিজের পরিচিতি তৈরি করছেন অভিষেক। তাঁর পছন্দের অভিনেতা অক্ষয় কুমার। দুজনের মধ্যেই রয়েছে ভীষণ মিল। অভিষেক ও অক্ষয় দুজনেই দিল্লির মানুষ।

Actor Abhishek Banerjee: নামের বিড়ম্বনায় অভিষেক বন্দোপাধ্যায়, টুইটার গুলিয়ে দিল সবকিছু!
টুইটার গুলিয়ে দিল সবকিছু!
| Edited By: | Updated on: Dec 08, 2022 | 8:50 PM
Share

নামের বিপাকে অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। এ অভিষেক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নন। এই অভিষেক স্বাচ্ছন্দ্য পর্দার ওপারে, গ্ল্যামারের দুনিয়ায়। অনেকেই তাঁকে চেনেন ‘হাতোড়া ত্যাগী’ নামেও। এবার তাঁর নাম নিয়েই যত বিড়ম্বনা। এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন অভিষেক। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মমতার ভাইপোর সঙ্গে অনেকেই তাঁকে গুলিয়ে ফেলেন। আর এই গুলিয়ে ফেলা সবচেয়ে বেশি ঘটে টুইটারে। তাঁকে ট্যাগ করে অনেকেই উগরে দেন ক্ষোভ। অনেকেই আবার করেন প্রশংসা। তাঁর কথায়, “অনেকেই আমাকে মমতা বন্দোপাধ্যায়ের ভাইপো ভেবে টুইটারে ট্যাগ করেন। আসলে আমার নামটা ভীষণ কমন। মানে অনেকেরই রয়েছে।” শুধু ‘ভাইপো’ই নন অভিষেক ‘হাতোড়া ত্যাগী’ জানান, আরও এক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তিনি আবার লেখক। যিনি অনুষ্কা শর্মার ছবি ‘পরি’র চিত্রনাট্য লিখেছেন। তিনি যোগ করেন, “অনেকেই ভাবে আমি মিথ্যে বলছি। তবে হ্যাঁ, ধীরে ধীরে মানুষ আমাকেও চিনতে শুরু করেছে।” তাই যতই নাম নিয়ে বিপাকে পড়তে হোক না কেন, নাম তিনি বদলাবেন না বলেই জানিয়েছেন অভিষেক।

টিনসেল টাউনে ক্রমেই নিজের পরিচিতি তৈরি করছেন অভিষেক। তাঁর পছন্দের অভিনেতা অক্ষয় কুমার। দুজনের মধ্যেই রয়েছে ভীষণ মিল। অভিষেক ও অক্ষয় দুজনেই দিল্লির মানুষ। তাঁর মতে মুম্বইয়ের তুলনায় দিল্লির মানুষ বেশি মজাদার। আর এই হিউমার তথা হাস্যরসই নাকি তিনি তাঁর সাম্প্রতিকতম মুক্তি ‘ভেড়িয়া’তে ব্যবহার করেছেন।

এই মুহূর্তে হাতে রয়েছে বেশ কিছু ছবি। তাঁর কেরিয়ারের বয়স মাত্র ৪ বছর। তবে এরই মধ্যে ‘অপূর্ব’, ‘রানা নায়ডু’, ‘ড্রিম গার্ল ২’, ‘উকিল বাবু’তে দেখা যাবে তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্স অরিজিনালস ‘কলা’। ওই ছবি দিয়েই ডেবিউ ঘটেছে ইরফান খানের ছেলে বাবিল খানের। রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। ‘কলা’ ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছে অভিষেককে। তাঁর কেরিয়ার চলছে ভাল ভাবেই। তবে আত্মতৃপ্তি নয়। নানা ধরনের চরিত্রে নিজেকে দেখতে চান এই অভিষেক বন্দ্যোপাধ্যায়।