শুরু হয়েছে আলি ফজল ও রিচা চাড্ডার বিয়ের উৎসব, যা চলছে পুরোদমে। বৃহস্পতিবার দম্পতি দিল্লিতে রিচার বন্ধুর বিস্তীর্ণ লনে গায়ে হলুদ, মেহেন্দি এবং সঙ্গীত অনুষ্ঠান উদযাপন করেছিলেন, যেখানে অতিথিরা দম্পতিকে আশীর্বাদ করতে ফুল ব্যবহার করেছিলেন। আলি বেইজ রঙের পোশাক পরেন এবং রিচা একটি প্যাস্টেল গোলাপি সহ অনেক রঙের পোশাক পরেছিলেন। পরিবার এবং বন্ধুদের সঙ্গে দিনটি উদযাপন করার পাশাপাশি রিআলি স্মৃতির গলিতে ভ্রমণ করেছিলেন। রিচা তাঁর খুড়তুতো ভাইদের সঙ্গে শৈশবের একটি গান ‘দ্য চাড্ডাস গ্যাং গান’ শিরোনামে গেয়েছিলেন। আলি তাঁর প্রিয় অভিনেতা সঞ্জয় দত্তকে স্মরণ করে ‘ম্যায়ঁ হু খলনায়ক’ গানে নাচ করেছিলেন। “আলি সঞ্জয় দত্তের একজন বিশাল ভক্ত এবং তাঁকে সঞ্জু বাবাকে অনুকরণ করতে দেখে খুব মজা হচ্ছিল। রিচার কলেজের বন্ধুদের মধ্যে একজন তাঁর প্রিয় গানে নাচলেন,” একজন অতিথি জানিয়েছেন বিষয়টা।
হবু নব দম্পতি বলিউডের অন্যান্য গানগুলো মধ্যে ‘ফুকরে’ থেকে ‘আম্বারসারিয়া’ গানের তালে পা মিলিয়েছেন। মেহেন্দি সম্পর্কিত তথ্য যতদূর পাওয়া গিয়েছে, তাতে জানা যায় বউ এবং বর উভয়েই তাঁদের হাতে মেহেন্দি লাগিয়েছেন। রিচা তাঁদের আদ্যক্ষর AR (আলি-রিচা) মেহেন্দির মধ্যিখানে স্টাইল করে লিখিয়েছেন। যা তিনি নিজের ইনস্টা-স্টোরিতে শেয়ারও করেন। এই AR স্টাইলে একটি লোগোও নাকি তৈরি হয়েছে, যা আমন্ত্রণ পত্রেও ব্যবহার করা হবে।
তাঁদের অনন্য ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ইভেন্টের জন্য ককটেল এবং মকটেল দেওয়া হয়েছিল। যেখানে নামকরণ করা হয়েছিল তাঁদের পর্দার চরিত্রগুলির নামে। ‘গুড্ডু ভাইয়া কি পান’ ‘গুলাবো মির্জাপুরওয়ালি’, ‘নাগমা খাতুন কা মোহন মাসালা নিম্বু- ওয়াসেপুর সে’, ‘ববি জাসুস কা বান্তা জলজিরা’, ‘তাসাভুর কিজিয়ে’ নামক পানীয়গুলি হট ফেভারিট ছিল৷ এরপর শুক্রবার ককটেল পার্টি এবং রিসেপশনের জন্য দিল্লির একটি ভিন্ন স্থানে স্থানান্তরিত হন তাঁরা। আমরা আরও শুনেছি যে আলির ঠাকুমা বিয়ের জন্য মুম্বইতে ফিরে আসার আগে পরিবারের জন্য লখনউতে একটি অন্তরঙ্গ নৈশভোজের আয়োজন করবেন।
কাজের দিক থেকে রিচা-আলি দুইজনেই আলাদা আলাদা ওটিটি সিরিজে কাজ করছেন। সঞ্জয় লীলা ভনশালির হীরামন্ডির কাজ শেষ করেছেন রিচা, আর আলি মির্জাপুর ৩-এর কাজ শেষ করে যোগ দিয়েছেন বিয়েতে।