Deepika Padukone: পোশাকের মাপ নিয়ে কটাক্ষ, দীপিকা ‘উত্তর’ দিতেই ফের বিঁধলেন ফ্রেডি!
ফেব্রুয়ারিতেই মুক্তি পেতে চলেছে গেহরাইয়া। শকুন বাত্রার ওই ছবিতে রয়েছে দীপিকা, অনন্যা, সিদ্ধার্থ চতুর্বেদীসহ অন্যান্য। এই মুহূর্তে ছবির প্রচারে বেজায় ব্যস্ত দীপিকা।
ছবি মুক্তির আগেই বিতর্কে জড়ালেন দীপিকা পাড়ুকোন। সোশ্যাল ইনফ্লুয়েন্সার ফ্রেডি বার্ডি ফের একবার বিঁধলেন দীপিকাকে। উঠে এল অভিনেত্রীর পোশাকের-মাপ প্রসঙ্গ। দীপিকাকে পরোক্ষে ‘ফেক’ অর্থাৎ ভুয়ো বলতেও পিছপা হলেন না সেই ব্যক্তি। সম্পর্কের সূত্রপাত কোথা থেকে?
ফেব্রুয়ারিতেই মুক্তি পেতে চলেছে গেহরাইয়া। শকুন বাত্রার ওই ছবিতে রয়েছে দীপিকা, অনন্যা, সিদ্ধার্থ চতুর্বেদীসহ অন্যান্য। এই মুহূর্তে ছবির প্রচারে বেজায় ব্যস্ত দীপিকা। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ফ্রেডি। তিনি লেখেন, “বলিউডের নিউটন সূত্র– গেহরাইয়ার মুক্তির তারিখ যত এগবে ততই জামার মাপও কমতে শুরু করবে।” ফ্রেডি ওই মন্তব্য করার পরেই সোশ্যাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়। ‘ওই পোস্ট মহিলাদের অপমান’– ওঠে এই অভিযোগ।
এর পরেই দীপিকা একটি স্টোরি শেয়ার করেন তাঁর প্রোফাইল থেকে। কারও নাম উল্লেখ না করেই দীপিকা লেখেন, “বিজ্ঞানীরা বলে এই বিশ্ব নাকি প্রোটোন, নিউট্রন আর ইলেকট্রন দ্বারা গঠিত। কিন্তু তাঁরা ‘মোরন’ (বুদ্ধিহীন)দের কথা সব সময়েই ভুলে যান।” নেটিজেনদের একাংশ মনে হয় ওই পোস্ট আদপে ফ্রেডির উদ্দেশেই। যদিও ফ্রেডির নাম কোথাও উল্লেখ ছিল না তবে তা যে ওই ব্যক্তির দিকেই ইঙ্গিত তা জানিয়ে দেয় দীপিকা ভক্তরা। এমনকি ফ্রেডিও ধারণা করে নেন, পোস্টটি তাঁর উদ্দেশেই করেছেন দীপিকা। এর পরেই আরও একটি পোস্ট শেয়ার করেন ফ্রেডি।
তিনি লেখেন, “দীপিকা আমি তোমার পোশাক নিয়ে কিছু বলিইনি। তুমি যা খুশি পরতে পার। আমায় ‘মোরন ‘ বলার জন্য ধন্যবাদ। তোমার গোটা কেরিয়ারে এই প্রথম একট শব্দ তুমি সত্যি বলেছে।” ফ্রেডির এই ব্যবহার যারপরনাই ক্ষুব্ধ দীপিকা ভক্তরা। যদিও অভিনেত্রী এখনও পাল্টা উত্তর দেননি। তিনি বেছে নিয়েছেন নীরবতা।