AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jitendra Kumar: ম্যাজিক দেখাবেন ‘সচিবজি’, প্রেমের জন্য নেবেন চ্যালেঞ্জও, মধ্যে মাত্র এক মাস

Jitendra Kumar: তাঁর চরিত্রের নাম ম্যাজিক মিনু। মধ্যপ্রদেশের এক অখ্যাত গ্রামে বেড়ে উঠেছে সে। একটি মেয়েকে ভালবাসে মিনু। কিন্তু তাঁকে পেতে গেলে স্থানীয় এক ফুটবল ট্যুরনামেন্টে জিততে হবে তাঁকে...

Jitendra Kumar: ম্যাজিক দেখাবেন 'সচিবজি', প্রেমের জন্য নেবেন চ্যালেঞ্জও, মধ্যে মাত্র এক মাস
ম্যাজিক দেখাবেন 'সচিবজি', প্রেমের জন্য নেবেন চ্যালেঞ্জও, মধ্যে মাত্র এক মাস
| Edited By: | Updated on: Jun 08, 2022 | 4:42 AM
Share

পঞ্চায়েত ওয়েব সিরিজের ‘সচিবজি’ তিনি। ইতিমধ্যেই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন জিতেন্দ্র কুমার। তবে এবার তিনি এক জাদুকরের ভূমিকায়। আসছে জিতেন্দ্রর নতুন ছবি নাম ‘জাদুগর’। দেখানো হবে নেটিফ্লিক্সে। ছোট শহরের এক জাদুকরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রথম ঝলক। পঞ্চায়েতের থেকে একেবারেই ভিন্ন তাঁর লুক।

তাঁর চরিত্রের নাম ম্যাজিক মিনু। মধ্যপ্রদেশের এক অখ্যাত গ্রামে বেড়ে উঠেছে সে। একটি মেয়েকে ভালবাসে মিনু। কিন্তু তাঁকে পেতে গেলে স্থানীয় এক ফুটবল ট্যুরনামেন্টে জিততে হবে তাঁকে? এদিকে আবার ফুটবল তাঁর বিশেষ পছন্দ নয়। জাদুকর কী দেখাবে ম্যাজিক? নাকি বের হবে অন্য কোনও পন্থা জানা যাবে আর মাত্র এক মাস পরেই। ওই ওটিটি প্ল্যাটফর্মে আগামী মাসের ১৫ তারিখ থেকে স্ট্রিম করবে এই সিরিজ।

রাজস্থানের এক মধ্যবিত্ত পরিবারের জন্ম জিতেন্দ্রর। ছোট থেকেই মারাত্মক মেধাবী। ভর্তি হন খড়গপুর আইআইটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। অভিনয়ের খিদে ছিল অন্দরে সুপ্ত। কখনও নানা পটেকরের নকল আবার কখনও বা চলত অমিতাভ বচ্চনের মতো সংলাপ বলা। সহপাঠীদের কাছে অচিরেই হয়ে উঠেছিলেন হিরো। ফ্যাশন নিয়ে ছিলেন বরাবরই সচেতন।

এভাবেই দিন চলছিল। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল অভিনয়ের প্রতি প্রেম। শুরু করলেন থিয়েটার। আইআইটি খড়গপুরের হিন্দি টেকনোলজি ড্রামাটিক্স সোসাইটির অংশও হয়ে গেলেন অচিরেই। সেখানে তাঁর আলাপ হয় বিশ্বপতি সরকারের সঙ্গে। তিনি ছিলেন প্রবাসী বাঙালি। আইআইটির আর এক প্রাক্তনী। বিশ্বপতি সোনা চিনতে দেরি করেননি। জিতেন্দ্রকে অফার দেন নামজাদা ইউটিউব চ্যানেল দ্য ভাইরাল ফিভার বা সংক্ষেপে টিভিএফের অংশ হওয়ার জন্য। ওই চ্যানেলের ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন বিশ্বপতি।

‘মুন্না জজবাতি’ থেকে শুরু হয় তাঁর জার্নি। এর পর একে একে টিভিএফ ব্যাচেলরস, টিভিএফ পিচারস, কোটা ফ্যাক্টরির জিত্তু ভাইয়া– দর্শকমনে জায়গা করে নিতে বেশি সময়ে করেননি জিতেন্দ্র। এবার তাঁর সামনে জাদুকরের চ্যালেঞ্জ। কতটা উতরে যান এখন সেটাই দেখার।