Kajol-Ajay: সত্যি কি বিবাহ বিচ্ছেদের পথে অজয়-কাজল? অভিনেতার একটা পোস্টেই সব স্পষ্ট 

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 17, 2023 | 6:55 PM

Gossip: এরপরই শুরু হয় নতুন করে পথ চলা। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। সেখান থেকে ধীরে ধীরে সংসার, সন্তান, সব চলছিল ঠিক পথে। হঠাৎ-ই গত কয়েকমাসে প্রকাশ্যে আসে অন্য খবর।

Kajol-Ajay: সত্যি কি বিবাহ বিচ্ছেদের পথে অজয়-কাজল? অভিনেতার একটা পোস্টেই সব স্পষ্ট 

Follow Us

কাজল ও অজয় দেবগণ, কেরিয়ারের শুরুতে তাঁরা ভিন্ন ভিন্ন স্টারকে মন দিলেও, কোথাও গিয়ে যেন একটা সময়ের পর কাজলের লাভগুরুই তাঁর প্রেমিক হয়ে উঠবে কে জানত। কাজলের সঙ্গে অজয়ের সম্পর্ক শুরু হয় সম্পূর্ণ অন্যভাবে। প্রথম থেকেই কাজলের অজয়কে খুব একটা পছন্দ ছিল না। কারণ ঠিক কাজলেরও জানা ছিল না বলেই দাবি করেন অভিনেত্রী। একটা সময় একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁরা একে অপরের কাছাকাছি আসেন। সেখান থেকেই বাড়ে সম্পর্কের গভীরতা। প্রেমের নানা সমস্যা নিয়ে অজয়ের কাছে হাজির হতেন কাজল। তা ধৈর্য ধরে শুনতেন অভিনেতা, দিতেন সমাধানও। এরপর কখন যে তাঁরা একে অপরকে মন দিয়ে বসেছিলেন, তা নিজেরাও বুঝতে পারেননি তাঁরা।

এরপরই শুরু হয় নতুন করে পথ চলা। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। সেখান থেকে ধীরে ধীরে সংসার, সন্তান, সব চলছিল ঠিক পথে। হঠাৎ-ই গত কয়েকমাসে প্রকাশ্যে আসে অন্য খবর। বর্তমানে নাকি আলাদা থাকছেন কাজল ও অজয় দেবগণ। তার জেরেই নাকি কেঁদে ভাসাচ্ছেন তাঁদের কন্যা নাইসা দেবগণ। যদিও এই খবর নিয়ে কখনই জুটি মুখ খোলেননি। তবে দিন দিন এই খবর যেন ছড়িয়ে পড়ছিল সর্বত্রই। যদিও কাজলের সিরিজের প্রচারে উপস্থিত থাকতে দেখা যায় অজয় দেবগণ।

অজয় দেবগণ এবার একটা পোস্টেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে বসলেন। ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে গেল। দুই সন্তান ও কাজলকে নিয়ে ব্রাঞ্চে মজলেন তিনি। গর্ব করে লিখলেন, পরিবারের সঙ্গে কাটানো সময়ই সব থেকে বেশি দামী। পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে তিনি ক্যাপশন দিলেন, ‘এই ব্রাঞ্চে সঙ্গে সময় কাটানোর চেয়ে সুন্দর আর কিছুই নেই…।’

 

Next Article