নাইসা দেবগণ– কাজল ও অজয় দেবগণের একমাত্র মেয়ে। এই মুহূর্তে বিদেশে পড়াশোনা করছেন তিনি। দিন কয়েক আগেই নীতা ও মুকেশ অম্বানির পার্টিতে তাঁর গ্ল্যাম লুক দেখে চমকে যান সকলে। নাইসার রিউমারড প্রেমিক কে চেনেন? শূন্য থেকে শুরু করে আজ গোটা লন্ডনকে নিজের ছন্দে আক্ষরিক অর্থেই নাচান তিনি। নাম বেদান্ত মহাজন, বয়স মাত্র ২৫ বছর। বিনোদন জগতে বেদান্ত এখন ট্রেন্ডিং। না তিনি অভিনেতা নন, এমনকি ফিল্মি দুনিয়ার সঙ্গেও তাঁর প্রত্যক্ষ সংযোগ নেই। অথচ ভূমি পেদনেকর থেকে শুরু করে কনিকা কাপুর, রণবীর কাপুর তাঁর নিয়মিত অতিথি। কী করেন বেদান্ত? বেদান্ত পেশায় ইভেন্ট ম্যানেজার। কিন্তু যেভাবে তাঁর উত্থান তা সিনেমাকেও হার মানাবে।
তাঁর জন্ম কিন্তু মুম্বইয়েই। ২০১৫ সালে হঠাৎই বেদান্তের মনে হয় অপ্রাপ্তবয়স্ক মূলত টিনএজারদের মুম্বইয়ের পানশালায় প্রবেশ নিষিদ্ধ। কিন্তু নতুন বছর থেকে শুরু করে বড়দিন তাঁদেরও পার্টি করতে মন চায়। এমতাবস্থায় নিজের বাড়ির ছাদেই পার্টির আয়োজন করেন বেদান্ত ও তাঁর কিছু বন্ধু। গান থেকে শুরু করে, লোভনীয় খাবার, এমনকি ডি-জের ব্যবস্থা করা ওই পার্টিতে হাজির হয় প্রচুর স্কুলপড়ুয়া। ক্রমে শখই হয়ে যায় পেশা। ছোট খাটো ইভেন্ট আয়োজন করতে করতেই বেদান্ত ডাক পান মুম্বইয়ের পাঁচতারায় বড় পার্টির আয়োজনের। ২০১৯ সালে তাঁর স্বপ্ন সত্যি হয়। আর পার্টিও পায় প্রচুর সাফল্য।
এর পর পড়াশোনা করতে বাইরে চলে যান বেদান্ত। ইউএসএল অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে ভর্তি হন। সেখানে থেকে তাঁর মনে হতে থাকে দক্ষিণ এশিয়া থেকে আগত পড়ুয়াদের নিজেদের মতো করে, দেশের মতো করে পার্টি করার জায়গা নেই। যেখানে প্রাচ্য ও পাশ্চাত্য দুই-ই যাবে মিলে, যেখানে পাওয়া যাবে দেশি খাবার আবার একই সঙ্গে নিয়ন আলোয় হিন্দি গানে পুরোদস্তুর ‘দেশি ভাইবস’ নিতে পারবেন সকলে। ব্যস আয়োজন করেন পার্টি। দিনটা ছিল দিওয়ালি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার পড়ুয়া তো বটেই সাদা চামড়ার পড়ুয়াদেরও দেখা গিয়েছিল বেদান্ত আয়োজিত ওই দীপাবলির পার্টিতে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ইভেন্ট আয়োজন করেই চলেছেন তিনি। গুঞ্জন বলে, এ হেন পার্টিতেই আলাপ নাইসার সঙ্গে। আর সেখান থেকেই নাকি প্রেম। বেদান্তের ইনস্টাগ্রামে নাইসার ছবি জ্বলজ্বল করছে। যদিও প্রেমের কথা দু’জনে কোনওদিন মুখ ফুটে স্বীকার করেননি।