Akshay Kumar: ‘… সবেতেই নজর দিচ্ছে’, পর পর ছবি ফ্লপ হওয়ার জন্য কাকে দুষলেন অক্ষয় কুমার?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 04, 2022 | 9:35 AM

Akshay Kumar: তাঁর অর্থ ও ছবির দিকে নজর দেওয়াতেই নাকি এই বছর এখনও পর্যন্ত একটিও ছবি চলেনি তাঁর। কে সেই ব্যক্তি যাঁর উপর অক্ষয় উগরে দিলেন 'ক্ষোভ'?

Akshay Kumar: ... সবেতেই নজর দিচ্ছে, পর পর ছবি ফ্লপ হওয়ার জন্য কাকে দুষলেন অক্ষয় কুমার?
পর পর ছবি ফ্লপ হওয়ার জন্য কাকে দুষলেন অক্ষয় কুমার?

Follow Us

একের পর এক ছবি ফ্লপ হচ্ছে অক্ষয় কুমারের। যে অক্ষয়কে একদা বলা হত হিট মেশিন, তাঁরই কিনা এ হেন অবস্থা। জ্যোতিষী জানিয়েছিলেন তাঁর নাকি চলছে গ্রহের দোষ। তবে অক্ষয় এবার দুষলেন অন্য একজনকে। প্রকাশ্যেই বললেন বারেবারে তাঁর অর্থ ও ছবির দিকে নজর দেওয়াতেই নাকি এই বছর এখনও পর্যন্ত একটিও ছবি চলেনি তাঁর। কে সেই ব্যক্তি যাঁর উপর অক্ষয় উগরে দিলেন ‘ক্ষোভ’?

কপিল শর্মার কমেডি শো’য়ের নতুন সিজন শুরু হয়েছে। ওই সিজনেই অতিথি হয়ে এসেছিলেন অক্ষয় কুমার। সঙ্গে ছিল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত তাঁর নতুন ছবি ‘কাঠপুতলি’র নায়িকা রাকুল প্রীত সিং। সেখানেই অক্ষয় দেখে কপিল বলেন, “আপনি প্রতি বছর জন্মদিনে কী করে আরও ছোট দেখতে লাগেন”? এরপরেই কপিলকে উদ্দেশ্য করে অক্ষয়কে বলতে শোনা যায়, “এই লোকটা আমার সব কিছুতে নজর দেয়। আমার ছবি, আমার পয়সা– সব সময় সবেতে নজর দেয়।” এর আগেও কপিলের শো’তে এসেছেন অক্ষয়। সেখানেই বারেবারে অক্ষয়ের বিপুল অর্থের প্রসঙ্গ টেনে এনেছেন কপিল। মজা করে এও বলেছেন, মুম্বইয়ে যে কোনও আবাসনে ফ্ল্যাট কিনতে গেলেই নাকি শুনতে হয়, এই আবাসনে অক্ষয় কুমারের ফ্ল্যাট রয়েছে। এবারেও অক্ষয় ছবির প্রচারে আসতেই অক্ষয়ের লুক নিয়ে এ হেন প্রশ্ন করতেই নিতান্তই মজার ছলেই অমনটা বলেন অক্ষয়। বুঝতে পেরে কপিলও ফেটে পড়েন হাসিতে।

তবে শুধু অক্ষয় কুমারই নন সাম্প্রতিক কালে বলিউডে প্রায় সব ছবিই ফ্লপ। নেপথ্যে কোন কারণ? দক্ষিণী ছবির আধিপত্য নাকি সাম্প্রতিক বয়কট ট্রেন্ড? এ নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন অক্ষয়। তাঁর সাফ কথা, “যদি আমার ছবি কাজ না করে তাহলে তা আমার ভুল। আমারই পরিবর্তন আনতে হবে। আমায় বুঝতে হবে দর্শক আমার থেকে ঠিক কী পেতে চাইছে। আমাকেই ভাবতে হবে কী ধরনের ছবি আমার করা উচিত। আমি কাউকে সে কারণে দোষারোপ করতেই পারি না”। সম্প্রতি মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘রক্ষাবন্ধন’। সেই ছবিও হিট হয়নি। বরং মুখ থুবড়ে পড়েছে বলা যায়। ‘কাঠপুতলি’ মুক্তি পেয়েছে দিন দুয়েক আগে। এখনও পর্যন্ত এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন দর্শক।

 

 

Next Article