Mirzapur: ‘গুড্ডু আসছে…’, মির্জাপুর ভক্তদের জন্য খুশির খবর শোনালেন আলি ফয়জল

Mirzapur: 'গুড্ডু আসছে...', মির্জাপুর ভক্তদের জন্য খুশির খবর শোনালেন আলি ফয়জল
মির্জাপুর ভক্তদের জন্য খুশির খবর শোনালেন আলি ফয়জল

Mirzapur: ২০২০ সালের ২৩ অক্টোবর মুক্তি পেয়েছিল মির্জাপুরের দ্বিতীয় সিজন। রেকর্ড সফলতা লাভ করেছিল সিরিজটি।

TV9 Bangla Digital

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 12, 2022 | 11:38 PM

মির্জাপুরের গদি আবারও কি দখল করতে পারবে কালিন ভাইয়া? গুড্ডু ভাইয়াও বা কী করবে এর পর? সুপারহাইপড ওয়েব সিরিজ মির্জাপুরের দ্বিতীয় সিজন দেখে এই প্রশ্নই নিশ্চয়ই এসেছিল আপনার মনে। তৃতীয় সিজন কবে আসবে সেই চিন্তায় ঘুম হচ্ছিল না? অবশেষে আপনার জন্য সুখবর। আসছে মির্জাপুর থ্রি। চুটিয়ে চলছে স্ক্রিপ্ট রিডিং। চলছে রিহার্সালও। এ কথা নিজেই জানিয়েছেন গুড্ডু ভাইয়া ওরফে আলি ফয়জল।

গুড্ডুর লুকে ছবি শেয়ার করে আলি লিখেছেন, “লাঠি-লক্কড় না। এবার নিচে জুতো আর উপরে বন্দুকের বর্ষণ হবে। লাগাও হাত কামাও কান্টাপ। গুড্ড আসছে। নিজে নিজে।” মির্জাপুর ভক্তদের কাছে এ বড় আনন্দের দিন। ভক্তদের যেন তর সইছে না। তাঁদের একটাই প্রশ্ন সিরিজ কবে আসবে? যদিও সিরিজ কবে আসবে বা শুটিং কবে থেকে শুরু হবে তা আপাতত সাসপেন্সেই রেখেছেন আলি।

২০২০ সালের ২৩ অক্টোবর মুক্তি পেয়েছিল মির্জাপুরের দ্বিতীয় সিজন। রেকর্ড সফলতা লাভ করেছিল সিরিজটি। পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), দিব্যেন্দু শর্মা, আলি ফজল, রসিকা দুগ্গল, শ্বেতা ত্রিপাঠি, রাজেশ তাইলঙ্গের মতো অভিনেতারা মির্জাপুরের প্রথম সিজনে অভিনয় করেছিলেন। দ্বিতীয় সিজনও তাঁদের অভিনয়ে সমৃদ্ধ। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিজয় ভার্মা, প্রিয়াংশু পেনইউলি, ঈশা তলওয়ারের মতো শিল্পীরা। প্রায় প্রতিটি চরিত্রের পরতে পরতে লুকিয়ে ছিল সাসপেন্স। যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই আবার শুরু হবে মির্জাপুর ৩। সিরিজের মোড় কোন দিকে এগোয়, মির্জাপুর কার দখলে যায় তা জানতেই মুখিয়ে দর্শক।

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 BANGLA