Suhana-Amitabh: ‘আমার বাবা আপনার ছেলে’, অমিতাভের কাছে কাতর আর্জি সুহানার

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 06, 2023 | 4:25 PM

Suhana Khan: সুহানা খানের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে একগুচ্ছ ছবির প্রস্তাব। সুহানা খান নাকি তাঁর বাবার সঙ্গে অভিনয় করতে চলেছেন, এক অ্যাকশন থ্রিলারে তাঁদের দেখা যাবে বলেই মিলছে খবর। যদিও এই ছবি প্রসঙ্গে এখনও কেউ মুখ খোলেননি।

Suhana-Amitabh: আমার বাবা আপনার ছেলে, অমিতাভের কাছে কাতর আর্জি সুহানার
সূত্রের খবর ২৩ বছরের সুহানা সম্প্রতি একটি ফার্ম ল্যান্ড কিনেছেন। যা শাহরুখ খানের জমির পাশেই। যার দাম ১২.৯১ কোটি টাকা।

Follow Us

শাহরুখ খান কন্যা সুহানা খানের প্রথম কাজ। দ্য আর্চিস মুক্তি পেতে চলেছে। তারই প্রশ্নে ব্যস্ত রয়েছেন তিনি। পরিবারের সকলকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন ছবির প্রিমিয়ারে। ওটিটি সিরিজ মুক্তি পাওয়ার আগেই সুহানা একগুচ্ছ প্রোমোশনে ব্যস্ত। সেই শর্তেই এবার তিনি পৌঁছে গিয়েছিলেন কেবিসি-র সেটে। যেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে হটসিটে বসতে দেখা গেল তাঁকে। সুহানাকে দেখে অমিতাভ বচ্চন প্রশ্ন করে বসেন, যখন আপনার বাবা শাহরুখ সাহাব জানতে পারলেন আপনি এখানে আসতে চলেছেন, তখন তিনি আপনাকে কী বললেন? উত্তরে সুহানা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি শুধু মনে করিয়ে দিতে চান, তিনি তাঁর বাবার চরিত্রে অভিনয় করেছেন, তাই তিনি যেন তাঁকে সোজা প্রশ্নই করেন। এরপর এক ভক্ত অমিতাভ বচ্চনকে প্রশ্ন করে বসেন, তিনি তো শাহরুখ খাননে চেনেন, শাহরুখ খাননি ব্যক্তি জীবনে রোম্যান্টিক। যার উত্তরে তিনি বলেছিলেন, আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি মানেই যে আমি তাঁকে প্রশ্ন করতে পারি হালচাল কি, রোম্যান্স কেমন চলছে…।

প্রসঙ্গত সুহানা খানের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে একগুচ্ছ ছবির প্রস্তাব। সুহানা খান নাকি তাঁর বাবার সঙ্গে অভিনয় করতে চলেছেন, এক অ্যাকশন থ্রিলারে তাঁদের দেখা যাবে বলেই মিলছে খবর। যদিও এই ছবি প্রসঙ্গে এখনও কেউ মুখ খোলেননি। শাহরুখ খান এখন তাঁর মেয়ের ছবি নিয়ে ব্যস্ত। তিনি সেই কারণেই উপস্থিত থাকতে পারেননি কলকাতা চলচ্চিত্র উৎসবে। তাও স্পষ্ট করে দিয়েছিলেন অভিনেতা। এখন দেখার প্রথম কাজে সুহানা খান কতটা নজর কাড়তে পারে সকলের। সুহানার পাশাপাশি একগুচ্ছ স্টার এই সিরিজের মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন, যে তালিকাতে অমিতাভ বচ্চনের নাতনি থেকে শুরু করে শ্রীদেবী কন্যা খুশি কাপুরও বর্তমান।

Next Article