অ্যামি জ্যাকসনকে মনে আছে? ‘হোসানা’ গানে প্রতীক বব্বারের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর মিষ্টি হাসিতে বুঁদ ছিল ৮ থেকে ৮০। সেই অ্যামি এখন হলিউড অভিনেত্রী। সম্প্রতি তাঁর এক ছবি ব্যাপক হারে ভাইরাল হয়। কারণ একটাই, নেটিজেনদের দাবি, প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা পুরোপুরি বদলে দিয়েছেন অভিনেত্রী। অনেকেই তাঁকে তুলনা করেন অভিনেতা সিলিয়ন মারফির সঙ্গে। আসে একের পর এক নেতিবাচক মন্তব্। এ নিয়ে বেশ কিছুদিন চুপ থাকলেও অবশেষে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া জানালেন অ্যামি জ্যাকসন।
তিনি জানিয়েছেন তাঁর এই লুক আপাতত একটি নতুন ছবির চরিত্রের কারণেই। ওই ছবির চরিত্রের দাবি মেনে নিজেকে পুরোপুরি বদলে ফেলতে হয়েছে তাঁকে। তিনি বলেন, ” ভারতে এই যে অনলাইন সমালোচনার চল রয়েছে তাতে বেশ খারাপই লাগে। আমি অনেক অভিনেতার সঙ্গে কাজ করেছি। তাঁরা ছবির প্রয়োজনে নিজেদের একেবারে বদলে ফেলেছেন। সে ক্ষেত্রে তাদের কিন্তু অপমান করা হয়নি। বরং প্রশংসিত হয়েছেন তাঁরা।” জ্যাকসন মনে করেন, যখনই কোন মহিলা তার চেহারা বদলে ফেলেন তখনই তাকে নিয়ে শুরু হয় নিন্দার ঝড়। পুরো ব্যাপারটা যেএকেবারেই ভাল লাগেনি সে কথা নিজেই স্বীকার করে নিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। আগামী দিনে কোন কাজের জন্য শরীরকে এভাবে বদলে ফেললেন তিনি? এখন সেটাই দেখার।