Annu Kapoor: ‘যখনই আপনি কাপড় খুলবেন…’, ওটিটি নগ্নতা প্রসঙ্গে বিস্ফোরক অন্নু কাপুর

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 25, 2023 | 1:39 PM

OTT Content: সেই তালিকাতে এবার নাম লেখানের অভিনেতা তথা সঞ্চালক অন্নু কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। ওটিটিকে কটাক্ষ করে ঠিক কী জানালেন তিনি?  

Annu Kapoor: যখনই আপনি কাপড় খুলবেন..., ওটিটি নগ্নতা প্রসঙ্গে বিস্ফোরক অন্নু কাপুর

Follow Us

ওটিটি ও তার বিষয় বস্তু নিয়ে গত কয়েক বছর ধরেই বিভিন্ন মতামত বর্তমান। কেউ মনে করেন ওটিটি কেবলই নগ্নতা, অশ্লীল বিষয়বস্তু ও হিংসাকে প্রমোট করে, কেউ আবার মনে করেন ওটিটি অভিনয় জগতের নতুন দিগন্ত। তবে সব মিলিয়ে ওটিটির যে ছবি বর্তমানে ফুঁটে উঠেছে নেটদুনিয়ায়, তার মধ্যে অম্যতম হল এই উপস্থাপনা। যা নিয়ে অধিকাংশেরই বেশ অভিযোগ বর্তমান। সেই তালিকাতে এবার নাম লেখানের অভিনেতা তথা সঞ্চালক অন্নু কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। ওটিটিকে কটাক্ষ করে ঠিক কী জানালেন তিনি?

অন্নু কাপুর, বরাবরই তিনি সোশ্যাল মিডিয়া ও ওটিটি-র বিষয় সাফ মন্তব্য করে থাকেন। কোনও ছবি বা সিরিজের বিষয়বস্তুর মানদণ্ড নিয়েও মন্তব্য করে থাকেন। তবে কোথাও গিয়ে যেন ওটিটির উপস্থাপনাকে তিনি একেবারেই মেনে নিতে পারছেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমনটাই স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। যেখানে পরতে-পরতে জড়িয়ে রইল কেবলই ওটিটি নিয়ে তাঁর মনে জমে থাকা ক্ষোভ। তাঁর কথায়, ওটিটি ছবি নির্মাণের জগতের সঙ্গে যুক্ত একটি মাধ্যম। যেখানে আপনি খানিক হলেও একটু বেশি পরিসর পেয়ে থাকেন। আর যখনই আপনি কাপড় খুলতে শুরু করেন, দর্শকদের চাহিদা বেড়ে যায়। ওটিটি মোটেও ছোট জায়গা নয়। যাঁরা ওটিটি বানান, তাঁদের কাছে প্রচুর টাকা। এটা সাধারণ মানুষের টাকা না নাকি তাঁদের টাকা কে জানে?

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, আপনাকে সমাজটাই এমন বানাতে হবে যে, সমাজের প্রতিটা মানুষ যাতে নিজে স্থির করতে পারেন, তিনি কোনটা দেখবেন না কোনটা দেখবেন না। যেদিন আপনি নিজেকে বুঝিয়ে ফেলবেন, আমি নগ্নতা দেখব না, খারাপ জিনিস শুনব না, ওটিটির ক্ষমতাই বা কী, সেদিন তা দেখতে বাধ্য করতে পারবে না মাধ্যম।

Next Article