Anurag Kashyap: ‘পিরিয়ডস কবে তোমার?’ সেক্স সিনের আগে অভিনেত্রীর কাছে জানতে চান অনুরাগ

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 07, 2023 | 8:43 PM

Anurag Kashyap: 'লাস্ট স্টোরিজ' দেখেছেন? চার গল্পের সম্মিলিত ওই ছবিতে কঙ্কনা সেন শর্মা যে ছোট গল্পটি পরিচালনা করেছেন তা নিশ্চয়ই আপনার মনে আছে?

Anurag Kashyap: পিরিয়ডস কবে তোমার? সেক্স সিনের আগে অভিনেত্রীর কাছে জানতে চান অনুরাগ
অভিনেত্রীর কাছে জানতে চান অনুরাগ

Follow Us

 

‘লাস্ট স্টোরিজ’ দেখেছেন? চার গল্পের সম্মিলিত ওই ছবিতে কঙ্কনা সেন শর্মা যে ছোট গল্পটি পরিচালনা করেছেন তা নিশ্চয়ই আপনার মনে আছে? পরিচারিকার সহবাসের দৃশ্য বাড়ির মালকিন লুকিয়ে দেখে আত্মতুষ্টির খেলায় মেতে উঠতেন প্রতিদিন। ওই পরিচারিকার চরিত্রে অভিনয় করেছেন অম্রুতা সুভাষ। যিনি এর আগে ‘সেক্রেড গেমস ২’-এও ছিলেন। ওই সিরিজে এক গুপ্তচর এজেন্টের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পরিচালক অনুরাগ কাশ্যপ ছিলেন পরিচালনায়। ওই সিরিজে বেশ কিছু ‘সেক্স সিন’ছিল তাঁর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, পুরুষ পরিচালকের থেকে মহিলা পরিচালকের সামনে যৌনদৃশ্যে অভিনয় কি সহজ? তাঁর কথায়, “আমি প্রথম যৌন দৃশ্যে অভিনয় করি সেক্রেড গেমস ২-এই। পরিচালক পুরুষ নাকি মহিলা তা নিয়ে প্রশ্ন করা উচিৎ নয়। অনুরাগ অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ। ও আমাকে জিজ্ঞাসা করে আমার পিরিয়ডসের ডেট কবে, যাতে ওই সময়ে ওই সব সিনগুলো শুট না করা হয়। ও আমায় প্রশ্ন করে, “তুমি কি তোমার পিরিয়ডসের সময় ওই সব দৃশ্যে অভিনয় করবে?” অনুরাগের সহমর্মীতা স্পর্শ করেছেন অম্রুতাকে। সেই অভিজ্ঞতাই শেয়ার করেছেন তিনি।

কঙ্কনার পরিচালনায় অম্রুতা যে ছোটগল্পে অভিনয় করেছেন গল্পটির নাম ‘দ্য মিরর’। ‘লাস্ট স্টোরিজ’ যে চারটি গল্পের সম্মিলিত প্রয়াস, তার মধ্যে কঙ্কনার গল্পটিই দর্শকদের অপেক্ষাকৃত ভাল লেগেছে। অম্রুতার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে। কাজল অভিনীত গল্পটিও মন্দ লাগেনি দর্শকের। শেষে এসে অসাধারণ এক টুইস্ট ভাল লেগেছে দর্শকের। যদিও সুজয় ঘোষের গল্পটি নিয়ে চলছে আলোচনা। দর্শকের একটা বড় অংশের মতে, তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার মতো অভিনেতা থাকা সত্ত্বেও বিশেষ লাভ হয়নি বলে দাবি তাঁদের। এই মুহূর্তে নেটফ্লিক্সে স্ট্রিম করছে ‘লাস্ট স্টোরিজ’ ২।

Next Article