অনুরাগ কাশ্যপ–স্পষ্ট ভাষায় নিজের মতামত জানাতে বরাবরই পছন্দ করেন তিনি। তাঁর হাত ধরেই জন্ম নিয়েছে বহু তারকা। ভিকি কৌশল থেকে নওয়াজুদ্দিন সিদ্দিকী— তালিকাটা বেশ লম্বা। সাম্প্রতিক কালে যে সব নায়িকা রয়েছেন তাঁদের মধ্যে আলিয়া ভাটকে বেশ পছন্দ তাঁর। আলিয়ার অভিনয়ও তাঁর ভাল লাগে। তবু কেন নিজের ছবিতে আলিয়াকে নিতে পারেন না অনুরাগ? অনুরাগ সাফ জানিয়েছেন, তাঁর সঙ্গে কাজ করতে বাধ্য করার জন্য তিনি কোনও অভিনেতারই পিছনে ঘুরতে পারবেন না। তাঁকে জোর করতেই পারবেন না।
অনুরাগ বলেন, “আমার মনে হয় এই মুহূর্তে আলিয়া দেশের অন্যতম সেরা অভিনেত্রী। ওর কাজ দেখে সব সময় আমি ওর কাছে পৌঁছে যাই। আমি চুপ থাকি, যখন ওর কোনও কাজ আমার পছন্দ হয় না। হ্যাঁ, আমি ওর সঙ্গে অবশ্যই কাজ করতে চাই যদি না তা আমার ছবির বাজেটকে ক্ষতিগ্রস্ত না করআমি একবারের বেশি কোনও অভিনেতার পিছনে ছুটতে পারব না। ওদিকে থেকে তাঁকেও আগ্রহী হতে হবে। যদি আমাকে ওরা স্ক্রিপ্ট অ্যাডজাস্ট করতে বলে তবে আমি তা করে দিই, কিন্তু ওদের ওই দ্বিধাবোধ আমাকে বারংবার পিছিয়ে আসতে বাধ্য করে। হৃদয় দিয়ে কাজ না করলে তা পর্দাতে ফুটেও ওঠে।”
তবে কি আলিয়াকে প্রস্তাব দিয়ে ব্যর্থ মনোরথ হয়েছেন অনুরাগ? তিনি এ নিয়ে কিছু না বললেও নেটিজেনদের ধারণা কিন্তু তেমনটা।” তবে আলিয়া যে কোনওদিনও অনুরাগের সঙ্গে কাজ করেননি এমনটা কিন্তু নয়। তাঁর ছবি ‘আগলি’তে আলিয়াকে দেখা গিয়েরছিল এক কেমিও চরিত্রে। আগামীদিনে কী করেন তাঁরা, এখন সেটাই দেখার।