খাতায়-কলমে তাঁরা সৎ ভাই বোন। অর্জুন কাপুরের মা মোনা সুরি। অন্যদিকে জাহ্নবী কাপুরের মা ছিলেন শ্রীদেবী। এবার সৎ বোন জাহ্নবী কাপুর সম্পর্কে একগুচ্ছ অভিযোগ উগরে দিলেন অর্জুন? জাহ্নবী কেমন? তা বলতে গিয়েই অর্জুন বলেন, “জাহ্নবী ক্ষুধার্ত। ও নিরাপত্তাহীনতায় ভোগে। নিজের উপর কোনও বিশ্বাস নেই তাঁর। সবসময় প্রশ্ন করে যাচ্ছে, “আমি কি করতে পারি? আমি কি এটা করতে পারি?” এখানেই থামেননি অর্জুন, তিনি যোগ করেন, “ও কার মেয়ে সে ব্যাপারে ও ভাবিত নয়। তবে একই সঙ্গে ও নির্ভীকও। ও সব সময় নানা ধরনের কাজের সন্ধানে রয়েছে। আজ ও ‘মিলি’তে অভিনয় করছে, কাল ও ‘গুঞ্জন সাক্সেনা’য় অভিনয় করছে। ওটাও কিন্তু বেশ শক্ত এক ছবি ছিল।” কাজ নিয়ে বোনের সঙ্গে কথা হয়, হয় নানা ধরনের আলোচনাও, সে কথাও জানিয়েছেন অর্জুন। ‘মিলি’ ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা গিয়েছে জাহ্নবীকে। ছবিটি বক্সঅফিসে হিট না হলেও ওটিটিতে মুক্তি পেয়ে বেশ ভাল ব্যবসা করছে।
নিজেকে প্রতিদিনই প্রমাণ করার চেষ্টা করেন জাহ্নবী। তবে মা শ্রীদেবীর সঙ্গে তাঁর তুলনা চলতেই থাকে। মায়ের সঙ্গে এই ক্রমাগত তুলনা নিয়েই কিছু দিন আগে মুখ খুলেছিলেন জাহ্নবী কাপুর। সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, “যারা আমায় নিয়ে উচ্চাশা করেন তাঁদের আমি দোষ দিতে পারি না। আমি তাঁদের সেই সব আশা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। হতে পারে আমায় মায়ের মতো গুণ বা রূপ কিছুই নেই। কিন্তু আমার ইউএসপি হল আমার কঠোর পরিশ্রম। আমি জানি আমায় ঠিক কোথা পৌঁছতে হবে।” জাহ্নবী যোগ করেন, “অভিনয়ই এমন একটা জিনিস যা আমার জীবনের প্রধান চালিকাশক্তি। তারা ছোঁয়া চেষ্টা আমি চালিয়ে যাব। কেন আমি চাইব যে তুলনা বন্ধ হোক? যদি আমায় কেউ মায়ের সঙ্গে তুলনা করে আমি কেন রেগে যাব? এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটির সঙ্গে আমার তুলনা টানা হচ্ছে। আর এভাবেই আমাকেও সেই সেরা মানুষটি হতে তাঁরা আমায় উদ্বুদ্ধ করছেন। তারার কাছাকাছি পৌঁছে যাওয়ার সাহস জোগাচ্ছে। আকাশই আমার লক্ষ্য।” মেয়ের ডেবিউ ছবি দেখে যেতে পারেননি শ্রীদেবী। ‘ধড়ক’ মুক্তি পাওয়ার কিছু দিন আগেই রহস্যজনক ভাবে মৃত্যু হয় তাঁর। তবে তিনি জেনে গিয়েছিলেন, মেয়ে অভিনেত্রী হতে চান। জেনে গিয়েছিলেন মেয়ের প্রথম ছবির শুটিংয়ের কথাও। শ্রীদেবী ছিলেন দূরদর্শী। তিনি জানতেন তাঁর সঙ্গে মেয়ের তুলনা টানা হবেই। জাহ্নবীকে বলেছিলেন, “মানুষ আমার ৩০০টি ছবির সঙ্গেই তোমার প্রথম ছবির তুলনা টানবে। ব্যাপারটা কী ভাবে নেবে তুমি?” উত্তর দিয়েছিলেন জাহ্নবী। বলেছিলেন,” আমি জানি ব্যাপারটা অনেক কষ্টসাধ্য হবে। কিন্তু আমি এও জানি যদি আমি অভিনয় না করি তবে সারাজীবন আমার এই কষ্ট রয়ে যাবে।”
এই মুহূর্তে জাহ্নবীর হাতে রয়েছে বেশ কিছু কাজ। বরুণ ধাওয়ানের সঙ্গে ‘বাওয়াল’-এ দেখা যাবে তাঁকে। এ ছাড়াও রাজকুমার রাও-এর ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তেও দেখা গিয়েছে তাঁকে।