AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘হোলি ডে’ অর্জুন মাথুরের কাছে নাকি ‘বাইসেপ ডে’!

২০১৯-এ ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজ়ন প্রাইমে দেখা গিয়েছিল ‘মেড ইন হেভেন’। এর দ্বিতীয় সিজনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্জুন স্বয়ং।

‘হোলি ডে’ অর্জুন মাথুরের কাছে নাকি ‘বাইসেপ ডে’!
অর্জুন মাথুর।
| Updated on: Mar 29, 2021 | 5:59 PM
Share

অর্জুন মাথুর (Arjun Mathur)। ‘মেড ইন হেভেন’-এর মতো ওয়েব সিরিজ অর্জুনকে দর্শকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। তুমুল প্রশংসিত হয়েছিল তাঁর অনস্ক্রিন পারফরম্যান্স। এ হেন অর্জুন হোলির দিন রঙের খেলায় মাতলেন না। বরং দিনটা তাঁর কাছে ‘হলিডে’। অর্থাৎ ছুটির দিন। হাতে অনেকটা সময়। তাই নিজেকে জিমে ব্যস্ত রাখলেন অভিনেতা। শেষ পর্যন্ত দিনটা তাঁর কাছে নাকি ‘বাইসেপ ডে’।

জিমে ঘাম ঝরানোর ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন অর্জুন। জিম ইনস্ট্রাকটারকে লাইফলাইন হিসেবে ব্যখ্যা করে তিনি লিখেছেন, ‘ওর অনুপস্থিতিতে আমার উন্নতি দেখে ইমপ্রেস হয়ে গিয়েছে। হোলির শুভেচ্ছা সকলকে। আশা করি আপনারা সকলে সেই কাজই করছেন, যে কাজ আপনাকে খুশি করবে।’

২০১৯-এ ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজ়ন প্রাইমে দেখা গিয়েছিল ‘মেড ইন হেভেন’। এর দ্বিতীয় সিজনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্জুন স্বয়ং। আসন্ন সিজন নাকি আরও বেশি পাওয়ারফুল এবং কমপ্লেক্স হতে চলেছে বলে জানিয়েছেন অর্জুন। সংবাদসংস্থাকে পিটিআইকে অর্জুন বলেন, “আমরা দু’সপ্তাহ আগে শুটিং শুরু করেছি। অনেক পথ হাঁটা বাকি এখনও। আগামী জুলাই পর্যন্ত শুটিং চলবে।”

আরও পড়ুন, দিল্লিতে মার খেলেন অজয়! এই ভাইরাল ভিডিয়ো কি সত্যি?

পেশাদার অভিনেতা হওয়ার কারণে নিজের চেহারার প্রতি নজর দেওয়াটা অর্জুনের দায়িত্ব। কিন্তু তিনি মনে করেন, সুস্থ থাকার তাগিদে প্রত্যেকেরই শরীরচর্চা করা উচিত। নিজের শরীরচর্চার ছবি শেয়ার করে পরোক্ষে অনুরাগীদের স্বাস্থ্য সচেতনার বার্তাই দিতে চেয়েছেন বলে মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।