দিল্লিতে মার খেলেন অজয়! এই ভাইরাল ভিডিয়ো কি সত্যি?

অজয়ের টিমের পক্ষ থেকে দাবি করা হয়, ‘ময়দান’, ‘মিড ডে’ এবং ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ নিয়ে ভয়ঙ্কর ব্যস্ত অজয়। এই ছবির কাজেই গত ১৪ মাস ধরে মুম্বইতে রয়েছেন তিনি।

দিল্লিতে মার খেলেন অজয়! এই ভাইরাল ভিডিয়ো কি সত্যি?
অজয় দেবগণ।
Follow Us:
| Updated on: Mar 29, 2021 | 5:02 PM

ভাইরাল। সোশ্যাল মিডিয়া দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে যাওয়ার পর থেকে ভাইরাল শব্দটাও ঢুকে পড়েছে অভিধানে। যে কোনও সময় যে কোনও কিছু ভাইরাল হতে পারে ভার্চুয়াল মাধ্যমে। সদ্য তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, একটি পাবের বাইরে দুটো দলের হাতাহাতি। তার মধ্যে একজন নাকি বলিউড (bollywood) অভিনেতা (Actor) অজয় দেবগণ (Ajay Devgn) বলে সন্দেহ প্রকাশ করেন নেটিজেনরা! ভাইরাল হওয়া ভিডিয়োতে দাবি করা হয়, ওই ঘটনা নাকি দিল্লির। এই ঘটনা ২০২০-র বলেও দাবি করা হয়। যদিও এর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

সোশ্যাল ওয়ালে ছড়িয়ে পড়ে ওই ভিডিয়ো। এমনও দাবি করা হতে থাকে, ওই ঝামেলার সময় অজয় নাকি মদ্যপ ছিলেন! সোশ্যাল ওয়ালে নেটিজেনরা অজয়ের সমালোচনায় ভরিয়ে তোলেন। এ হেন পরিস্থিতিতে অজয়ের টিমের পক্ষ থেকে আদৌ ওই ভিডিয়োর সত্যতা কতটা, তা জানানো হল।

অজয়ের টিমের পক্ষ থেকে সাংবাদিকদের একটি বিবৃতিতে বলা হয়, ‘২০২০-র জানুয়ারিতে ‘তানাজি দ্য আনসাঙ্গ ওয়ারিয়র’-এর পরে আর দিল্লিতে যাননি অজয়। সুতরাং দিল্লির পাবের বাইরে ভাইরাল হওয়া ভিডিয়োতে অজয়ের জড়িত থাকার সম্ভবনার যে কথা উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে।’

আরও পড়ুন, করোনা আক্রান্ত ফতিমা সানা শেখ, এখন কেমন আছেন?

অজয়ের টিমের পক্ষ থেকে আরও দাবি করা হয়, ‘ময়দান’, ‘মিড ডে’ এবং ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ নিয়ে ভয়ঙ্কর ব্যস্ত অজয়। এই ছবির কাজেই গত ১৪ মাস ধরে মুম্বইতে রয়েছেন তিনি। ফলে ওই ভিডিয়োটি যে সময়ের বলে দাবি করা হচ্ছে, সে সময় অজয় দিল্লিতে নয়, বরং মুম্বইতে কাজে ব্যস্ত ছিলেন বলে তাঁর টিমের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি অজয়।