আরিয়ান খান, শাহরুখ খানের পুত্রই এখন কেবল তাঁর পরিচয় নয়। তিনি এখন বলিউডের নতুন পরিচালক। ইতিমধ্যেই এক বিজ্ঞাপনের পরিচালনা করে ফেলেছেন তিনি। তাঁর নিজের পোশাকের ব্র্যান্ডের জন্য। যেখানে মডেল ছিলেন খোদ শাহরুখ খান। এবার তাঁর প্রথম কাজের পালা। ওটিটি দিয়ে সিনেজগতে পা রাখছেন আরিয়ান খান। সিরিজের নাম স্টারডার্ম। তবে আশ্চর্যের বিষয় হল, এই সিরিজ নাকি এখনও পর্যন্ত কোনও ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি হয়নি। এদিকে সিরিজের কাজ একেবারে শেষের পথে। এই সিরিজেই ক্যামিও করছেন রণবীর সিং ও শাহরুখ খান। তবে সবটাই সূত্রের খবর। এখনও পর্যন্ত নিজের সিরিজ নিয়ে মুখ খোলেননি আরিয়ান খান। তবে এবার জুম-এর রিপোর্টের ভিত্তিতে প্রকাশ্যে এল এক চমকপ্রদ তথ্য। আরিয়ানের সিরিজ কিনতে মুখিয়ে রয়েছে বিভিন্ন ওটিটি সংস্থা।
শাহরুখ পুত্রের কাছে পৌঁছে গিয়েছে ১২০ কোটির প্রস্তাবও। আরিয়ান যদিও নিজেই নিয়েছিলেন এই সিদ্ধান্ত। যতক্ষণ না তাঁর সিরিজের কাজ শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি তা বিক্রির বিষয় কোনও সিদ্ধান্ত নেবেন না বলেই স্থির করেছিলেন। শাহরুখের পারিবারিক সূত্রে এক ঘনিষ্টব্যক্তি জানান, বর্তমানে ছবির পরিচালকরা যখন প্রথম সিজ়ন তৈরির আগেই ৫তম সিজ়নের প্রস্তাব গ্রহণ করে ফেলছেন, তখন আরিয়ানের আত্মবিশ্বাস দেখার মতো। যতক্ষণ পর্যন্ত তাঁর সিরিজ তৈরি হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনও ওটিটি সংস্থার প্রস্তাব গ্রহণ করতে রাজি নন তিনি।
আরিয়ান খানের করণ জোহরের একটি ছবিতেও পরিচালনা করার কথাও শোনা গিয়েছিল অতীতে। তবে সেই খবর বর্তমানে ধামাচাপা। এখন আরিয়ান খান তাঁর ওটিটির কাজ শেষ করে তবেই আগামী কাজের প্রসঙ্গে মুখ খুলবেন বলে জানা যাচ্ছে। পর্দার সামনে কাজ করার ইচ্ছে নেই আরিয়ানের। তাই অভিনেতা হিসেবে তাঁকে দর্শক যে কখনই পাবেন না, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে।