Tridha Choudhury Marriage: ইন্ডাস্ট্রির কোন ব্যক্তিকে বিয়ে করবেন সাহসী বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরী?

Tridha Choudhury Marriage: ত্রিধা বেশ সাহসী একজন অভিনেত্রী। খোলামেলা দৃশ্যে বারবারই দেখা গিয়েছে তাঁকে। 'বন্দিশ ব্যান্ডিটস' নামের এক ওয়েব সিরিজ়ে ত্রিধার সাহসী দৃশ্য আকর্ষণ কেড়েছিল। তারপর ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন 'আশ্রম' ছবিতে। বাংলায় সৃজিতের 'মিশর রহস্য' ছবিতে কাজ করার পাশাপাশি 'খাদ', 'শেষ থেকে শুরু', 'কাগজের নৌকো', 'যদি লাভ দিলে না প্রাণ'-এর মতো ছবিতেও কাজ করেছেন ত্রিধা। কাজ করেছেন বেশ কিছু দক্ষিণী ছবিতেও।

Tridha Choudhury Marriage: ইন্ডাস্ট্রির কোন ব্যক্তিকে বিয়ে করবেন সাহসী বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরী?
ত্রিধা চৌধুরী।

| Edited By: Sneha Sengupta

Nov 07, 2023 | 12:09 PM

টলিউডেই শুরু হয়েছিল তাঁর অভিনয় কেরিয়ার। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘মিশর রহস্য’ ছবিতে অভিনয় করেছিলেন ত্রিধা চৌধুরী। বেশকিছু উল্লেখযোগ্য কাজ করেছেন টলিপাড়ায়। তারপর একদিন সোজা উড়ে গিয়েছিলেন মুম্বই। সেখানে চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে। ত্রিধা অভিনয় করেছিলেন ববি দেওল অভিনীত ‘আশ্রম’ সিরিজ়েও। সেটি তাঁর কেরিয়ারের মাইলফলক পারফরম্যান্স।

সেই ত্রিধার বিয়ে। শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রিরই একজনের সঙ্গে সম্পর্কে আছেন তিনি এবং তাঁকেই বিয়ে করবেন। কিন্তু কে সেই ব্যক্তি, তা কিছুতেই খোলসা করেননি ত্রিধা। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সামনের বছরই সাত পাক ঘুরবেন তিনি। এটুকু জানা গিয়েছে, ত্রিধা হয়তো বিয়ে করছেন একজন অবাঙালিকেই। গুরদ্বারে নাকি বিয়ে করবেন তাঁরা। আপাতত প্রেমে রয়েছেন অভিনেত্রী। প্রেমিকের সঙ্গে ভাল সময় কাটাচ্ছেন।

ত্রিধা বেশ সাহসী একজন অভিনেত্রী। খোলামেলা দৃশ্যে বারবারই দেখা গিয়েছে তাঁকে। ‘বন্দিশ ব্যান্ডিটস’ নামের এক ওয়েব সিরিজ়ে ত্রিধার সাহসী দৃশ্য আকর্ষণ কেড়েছিল। তারপর ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন ‘আশ্রম’ ছবিতে। বাংলায় সৃজিতের ‘মিশর রহস্য’ ছবিতে কাজ করার পাশাপাশি ‘খাদ’, ‘শেষ থেকে শুরু’, ‘কাগজের নৌকো’, ‘যদি লাভ দিলে না প্রাণ’-এর মতো ছবিতেও কাজ করেছেন ত্রিধা। কাজ করেছেন বেশ কিছু দক্ষিণী ছবিতেও।