Bollywood Gossip: ‘বাবাকে নিয়ে…’, মহেশ ভাটের বড় মেয়েকে নিয়ে বিস্ফোরক আলিয়া!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 02, 2023 | 6:45 PM

Bollywood Gossip: বিগবস ওটিটিতে বাদ পড়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকী। তাঁর নামে ওই শো-রই প্রতিযোগী পূজা ভাট অভিযোগ এনেছেন নওয়াজের নাম নিয়ে নাকি 'ভিক্টিম কার্ড' খেলেছেন আলিয়া।

Bollywood Gossip: বাবাকে নিয়ে..., মহেশ ভাটের বড় মেয়েকে নিয়ে বিস্ফোরক আলিয়া!
বাবার সঙ্গে পূজা।

Follow Us

বিগবস ওটিটিতে বাদ পড়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকী। তাঁর নামে ওই শো-রই প্রতিযোগী পূজা ভাট অভিযোগ এনেছেন নওয়াজের নাম নিয়ে নাকি ‘ভিক্টিম কার্ড’ খেলেছেন আলিয়া। তাঁর সঙ্গে নওয়াজের ঝামেলাকে কাজে লাগিয়ে দর্শকের সমবেদনা আদায় করতে চেয়েছেন। শো থেকে বেরিয়ে এবার পূজা ভাটকে নিয়ে বিস্ফোরক আলিয়া। পূজার বিরুদ্ধে তাঁর পাল্টা অভিযোগ ভিক্টিম কার্ড তিনি নন, খেলেছেন পূজা নিজেই। বাবা মহেশ ভাটের নিয়ে নাকি করে গিয়েছেন বড়াই। আলিয়ার কথায়, “পূজা ক্রমাগত বলত, ‘আমি মহেশ ভাটের মেয়ে’। আরে ভাই, তুমি নিজেই পূজা ভাট, পরিচিত নাম। বাবার ট্যাগ তোমার কেন দরকার? ওই ভিক্টিম কার্ড খেলেছে, আমি নই। নিজেরা সব সুবিধে নেওয়ার চেষ্টা করছে।” আলিয়া এও বলেন, তিনি সকলের কাছে নওয়াজের স্ত্রী হিসেবেই পরিচিত। অন্যদিকে পূজার ক্ষেত্রে তা নয়। তাই তাঁকে ‘আমি মহেশ ভাটের মেয়ে’ বলে ঘোষণা করার মোটেও দরকার নেই।

আলিয়া ও নওয়াজের বিবাহিত জীবনের সমস্যা এখন আর সীমাবদ্ধ নেই। নওয়াজের নামে হাজারও অভিযোগ এনেছেন আলিয়া। এনেছেন শারীরিক ও মানসিক অত্যাচারেরও অভিযোগ। চলছে তাঁদের বিবাহবিচ্ছেদের মামলাও। সম্প্রতি আলিয়া জানিয়েছেন, তিনি আবার নতুন ভালবাস খুঁজে পেয়েছেন। যদিও তাঁর প্রেমিক ভারতীয় নন, বিদেশী। আলিয়া জানিয়েছেন, নতুন ভালবাসার সঙ্গে, বেশ ভালই আছেন তিনি।

Next Article