যা যা দেখানো হয়েছে সব মিথ্যে? যা যা বলা হয়েছে সব ভাঁওতাবাজি? ‘বিগবস ওটিটি’র এই সিজন নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকদের একটা বড় অংশ। তাঁদের দাবি, দর্শককে মিথ্যে বলে ঠকানো হয়েছে। কিন্তু কেন? সম্প্রতি ‘বিগবস’-এর বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, পূজা ভাট ফোন ব্যবহার করছেন! হ্যাঁ ফোনই… কী অবাক হচ্ছেন? ‘বিগবস’-এর নিয়ামানুসারে ফোন ব্যবহার করার নিয়ম নেই কোনও প্রতিযোগীরই। যতদিন পর্যন্ত শো চলবে ততদিন বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন রাখাই দস্তুর এই শো-র। তাহলে কি পূজার ক্ষেত্রে পাল্টে গেল নিয়ম? তিনি মহেশ ভাটের কন্যা, সে কারণেই তাঁর জন্য বিশেষ নিয়ম গড়েছে নির্মাতারা? উঠেছে সে প্রশ্ন।
শুধু কি তাই? সলমন খানের উপর এমনই রেগে ছিলেন এলভিশ যাদবের ভক্তরা, এবার তাঁদের ক্ষোভ গিয়ে পড়েছে পূজার উপরেও। একই সঙ্গে সলমনের উপর পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন তাঁরা। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বেবিকার সঙ্গে বিগবসের বাড়ির বাগানে বসে রয়েছেন পূজা। তাঁর পিছনেই রয়েছে এক স্মার্টফোন। এখানেই শেষ নয়, কিছু দিন আগেই এলভিশ যাদব পূজার ফোন নিয়ে একটি মন্তব্য করেছিলেন। এলভিশ বলেন তিনি পূজার ফোনে একটি নোটিফিকেশন দেখতে পেয়েছেন, যেখানে শো থেকে বাদ পড়া নিয়ে কিছু লেখা হয়েছে।
#ElvishYadav exposes #BiggBossOtt2 once again!#PoojaBhatt has phone in the house, has she gets a Memo everyday.@BiggBoss_Tak@RealMaxtern @ShudhManoranjan @manupanjabim3 @NeonMan_01 pic.twitter.com/wGcy1lALmm
— ???????ᵀᵉʲᵃᵀʳᵒᵒᵖˢ•? ᴛᴇᴊᴀꜱꜱᴡɪᴩʀᴀᴋᴀꜱʜ (@NowshinShareeka) August 2, 2023
পূজাকে বলতে শোনা যায়, “ওহ ফোনে দেখেছ। তাহলে মনে হয় বাইরে আমি ফেলে এসেছিলাম ফোনটা।” সূত্র জানাচ্ছে, এই সিজনের নির্মাতারা ফোন ব্যবহারের কিছুটা ছাড় দিয়েছেন। কিন্তু তাতে নেটিজেনরা খুশি নন। এ কারণে শো’র সত্যতা নষ্ট হচ্ছে। পূজা ভাটকে উদ্দেশ্য করে একজন লিখেছেন, “আমার তো মনে হয় ওই ফোন দিয়ে নিজেই নিজেকে ভোট করছেন পূজা। তাহলে এই স্ক্রিপ্টেড শো কষ্ট করে দেখব কেন আমরা?” যদিও সলমন বা পূজা এই নিয়ে কোনও মন্তব্য করেননি, তবে গোপন সূত্র জানাচ্ছে, এই কারণে টিআরপিতে যেন প্রভাব না পড়ে, সেই চেষ্টাই চালাচ্ছেন নির্মাতারা।