AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss: তীরে এসেও বাদ জিয়া, Bigg Boss OTT 2-এর সম্ভাব্য বিজয়ী কে?

Bigg Boss OTT 2: করণ জোহর পরিচালিত বিগবস ওটিটির প্রথম সিজন পরিচিতি পেলেও জনপ্রিয়তা পায়নি। তবে সলমন খান পরিচালিত বিগবস ওটিটি সিজন ২ রোজই সৃষ্টি করছে নতুন রেকর্ড।

Bigg Boss: তীরে এসেও বাদ জিয়া, Bigg Boss OTT 2-এর সম্ভাব্য বিজয়ী কে?
সম্ভাব্য বিজয়ী কে?
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 5:10 PM
Share

করণ জোহর পরিচালিত বিগবস ওটিটির প্রথম সিজন পরিচিতি পেলেও জনপ্রিয়তা পায়নি। তবে সলমন খান পরিচালিত বিগবস ওটিটি সিজন ২ রোজই সৃষ্টি করছে নতুন রেকর্ড। ফিনালের বাকি আর মাত্র কিছু দিন। তবে এরই মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। টুইস্টে পর টুইস্ট, আর সঙ্গে বিতর্ক, এই সব নিয়েই দারুণ জমে উঠেছে এই সিজন। কে হতে পারে এই সিজনের বিজয়ী? গত ৯ অগস্ট বিগবস থেকে বাদ পড়েছেন জিয়া শঙ্কর। আর সেই সঙ্গেই বিগবস পেয়ে গিয়েছে তার এবার ৫ ফাইনালিস্টকে। তাঁরা হলেন, এলভিস যাদব, অভিষেক মালহান, মণিশা রানি, বেবিকা ধ্রুবে ও পূজা ভাট। যদি সোশ্যাল ট্রেন্ড লক্ষ্য করা যায়, তবে এই মুহূর্তে বিগবস জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে রয়েছে অভিষেক মালহান।

শুধু তাই নয়, মণীশা রানির সঙ্গে তাঁর সম্পর্কের রসায়নও বেশ পছন্দ দর্শকদের। ওদিকে আবার পিছিয়ে নেই এলভিশ যাদবও। ইউটিউবে ব্যাপক জনপ্রিয় এলভিশ। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে বিগবসে ঢুকেছেন তিনি। কিন্তু তাঁকে ‘অপমান’ করায় ছাড় পাননি খোদ সলমন খানও। হুড়মুড় করে ইনস্টাগ্রামে ফলোয়ার কমে গিয়েছিল সলমন খানের। ওদিকে মণীশাও শুরু থেকেই বিনোদন জুগিয়ে গিয়েছেন গোটা ঘর জুড়েই।

আর এক প্রতিযোগী পূজা ভাটও কম যান না। ‘বিগবস’-এর ঘরে তাঁকে ঘিরে উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগ। তিনি স্টারকিড, মহেশ ভাটের কন্যা। বিগবসে তাঁকে দেখা গিয়েছে ফোন ব্যবহার করতে। তাই তিনিও কিন্তু প্রথম হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। তবে দর্শকদের একাংশের মতে, ফিনালেতে এলভিশ ও অভিষেকের মধ্যেই হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। তৃতীয় স্থানে জায়গা করে নিতে পারেন মণিশা, শেষ হাসি কে হাসবেন, তা এখন কিছু দিনের অপেক্ষা।