বিগবস থেকে বাদ পড়েছেন জিসান খান। না দর্শকের ভোট অথবা সহ প্রতিযোগীদের ভোট তাঁকে বের করে দেয়নি। বরং বিগবসে ঘরে মারামারিতে জড়িয়ে পড়ার কারণেই বাদ পড়তে হয়েছে তাঁকে। বিগবস কর্তৃপক্ষই বের করে দিয়েছেন জিসান খানকে। ক্ষেপে গিয়েছেন জিসান ফ্যানেরা। যদিও জিসানের এই বাদ পড়ার প্রসঙ্গকেই ব্যঙ্গ করলেন তাঁর একদা কানেকশন উরফি। তাঁকে সঙ্গ দিলেন প্রাক্তন বিগবস প্রতিযোগী রাখি সাওয়ান্তও।
সম্প্রতি উরফির সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেছেন রাখি। বিগবস ওটিটি থেকে উরফিই প্রথম প্রতিযোগী যিনি বাতিল হয়েছেন। সেখানেই উরফিকে বলতে শোনা গেছে, “আমি এমন কুকুর, যে চিৎকার না করে কামড়ে দেয়। ভগবান আমার কথা শুনেছেন”। জিসানের প্রতি উরফির এই রাগের কারণ যদিও অন্য। বিগবসে একসঙ্গে এসেছিলেন উরফি-জিসান। ছিলেন একে অপরের কানেকশন। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই উরফির সঙ্গে কানেকশন ছেড়ে শো’র আর এক প্রতিযোগী দিব্যা আগরওয়ালের সঙ্গে জুটি বেঁধে খেলতে শুরু করেন জিসান। আর কার্যত সেই কারণেই উরফি শো থেকে বাদ পড়েন।
জিসান যেভাবে বের হয়েছেন তা নিয়েও হাসাহাসি করতে দেখা যায় উরফিকে। সঙ্গ দেন রাখিও। উরফি বলেন, “জিসানকে শুধু যে বের করে দেওয়া হয়েছে তা নয় ওকে তো অপমান করে তাড়ানো হয়েছে। আমি তো খেলার নিয়ম মেনে বের হয়ে গিয়েছে। কিন্তু ওকে জাস্ট বের করে দেওয়া হয়েছে।” পাশাপাশি জিসানের গায়ে কেটে যাওয়া ক্ষত নিয়েও হাসাহাসি করতে দেখা যায় তাঁকে। উরফির দাবি ঝগড়ার সময় নিজের আঙুলেই হয়তো কেটে গিয়েছে জিশানের। অন্যদিকে রাখি বলেন, “আমার মনে জিসান যেহেতু উরফির সঙ্গে কানেকশন ভেঙেছিল সেই কারণে ভগবানই তাঁকে সাজা দিয়েছে।”
প্রতীক সহজাপালের সঙ্গে ঝামেলার কারণেই বিগবস থেকে বাদ পড়েন জিসান। বিগবসের নিয়ম অনুযায়ী কোনও প্রতিযোগী কোনও প্রতিযোগীর গায়ের হাত তুলতে পারবেন না। সে নিয়ম অমান্য করেছিলেন জিসান। তাই এই পরিণতি। অন্যদিকে জিসান আউট হওয়ার পর থেকেই দিব্যাসহ অনেকেই বিগবসের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁদের একটাই বক্তব্য মারামারির কারণে যদি জিসানকে চলে যেতে হয় তাহলে ওই একই নিয়ম প্রতীকের জন্যই কার্যকরী হওয়া প্রয়োজন। কিশওয়ার মার্চেন্ট থেকে শুরু করে স্মৃতি ঝা– এই সব সেলেবও দাঁড়িয়েছেন জিসানের পাশেই।
প্রসঙ্গত একদিকে জিসানের সঙ্গে ঝামেলা অন্যদিকে বিগবস ওটিটিতে প্রবেশের পর থেকেই গায়িকা নেহা ভাসিন ও প্রতীক সহজপালের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। মাঝেমধ্যেই অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে দেখা যাচ্ছে তাঁকে। এখানেই শেষ নয়, ব্যক্তিগত জীবনের খুঁটিনাটিও নেহাকে শেয়ার করছেন প্রতীক। বিগবস হাউজে প্রবেশের পর নেহার ‘কানেকশন’ ছিলেন মিলিন্দ। অন্যদিকে প্রতীকের কানেকশন ছিলেন অক্ষরা। কিন্তু প্রতীক ও নেহা দুজনেই দুজনকে বেছে নিয়ে আগের কানেকশনদের বাতিল করে দেন।