Big Boss: দুই প্রতিযোগীর চুলোচুলি, তোলা হল ‘বাবা’! বাড়ি ফিরতে চেয়ে কান্না নেহার

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 15, 2021 | 8:47 PM

বিগবস কিছুদিন ওটিটি প্ল্যাটফর্মে চলার পর তা টেলিকাস্ট হবে টিভিতে। টিভির বিগবস সঞ্চালনার দায়িত্ব থাকবে সলমন খানের উপরেই। ওটিটির বিগবস অবশ্য সঞ্চালনা করছেন করণ জোহর।

Big Boss: দুই প্রতিযোগীর চুলোচুলি, তোলা হল বাবা! বাড়ি ফিরতে চেয়ে কান্না নেহার
নেহা-মুস

Follow Us

জমে উঠেছে বিগবসের ১৫ তম সিজন। একদিনে শমিতা শেট্টির উপর লাইমলাইট তো অন্যদিকে নেহা ভাসিনের কান্নায় ভেঙে পড়া। এ বার ইউটুইবার মুস জাট্টানার সঙ্গে চুলোচুলিতে জড়ালেন গায়িকা নেহা ভাসিন। আর তাও বাসন মাজাকে কেন্দ্র করে! পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায়, যে একসময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় নেহাকে। মাত্র সাতদিনের মাথায় বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি।

ঘটনার সূত্রপাত দুটি বাটিকে কেন্দ্র করে। মুস নেহাকে জিজ্ঞাসা করেন, ওই দুটি বাটি তিনি মেজেছেন কিনা। নেহার মনে হয় মুস যেভাবে তাঁর সঙ্গে কথা বলেছে তা যথার্থ নয়। পাল্টা নেহা উত্তর দেন, মুসের যদি মনে হয় তা পরিষ্কার হয়নি তাহলে সে যেন নিজেই গিয়ে মেজে নিয়ে আসে। এখানেই শেষ নয়, এরপর বাকি প্রতিযোগীর কাছে গিয়ে মুসের ‘মুখ ভেঙে দেওয়ার’ ইচ্ছেও প্রকাশ করেন ওই গায়িকা। তাঁকে বলতে শোনা যায়, “কথা বলতে কেন আসে? ওর বাবার বাড়ি নাকি। একে তো বাড়ি ছেড়ে এসেছি। মাথা খারাপ হয়ে আছে।”
এর পরেই খাটে শুয়ে কাঁদতে শুরু করেন নেহা। বলতে থাকেন, “বাড়ি ফিরে যেতে চাই”। পাল্টা কান্নায় ভেঙে পড়েন মুসও। নেহা কেন তাঁর বাবার কথা তুললেন তা নিয়ে প্রতিবাদ করেন তিনি। যদিও বিগবসের অন্যান্য সদস্যর দাবি, ঝামেলা প্রথম শুরু করেছিলেন মুসই।


একদিকে মুস-নেহার ঝামেলা অন্যদিকে বাকবিতণ্ডায় জড়ালেন শমিতা শেট্টি ও দিন্যা আগরওয়াল। একটি কাজ করার সময় শমিতাকে ‘বস’ বলে কটাক্ষ করেন দিব্যা। দিব্যার মতে, সব কিছুতেই নাকি কর্তৃত্ব ফলাতে চান শমিতা। তা শুনে শমিতা বলেন, “আমি তিনটে রিয়ালিটি সো করে ফেলেছি। এটা আমার চতুর্থ রিয়ালিটি শো।” এর আগে ‘বিগ বস ৩’, ‘ঝলক দিখলা যা ৮’ এবং ‘ফিয়ার ফ্যাক্টর: খতড়ো কা খিলাড়ি ৯’-এ অংশ নিয়েছিলেন শমিতা।

বিগবস কিছুদিন ওটিটি প্ল্যাটফর্মে চলার পর তা টেলিকাস্ট হবে টিভিতে। টিভির বিগবস সঞ্চালনার দায়িত্ব থাকবে সলমন খানের উপরেই। ওটিটির বিগবস অবশ্য সঞ্চালনা করছেন করণ জোহর। করণ জোহরে কে বলিপাড়ার ‘গসিপ এজেন্ট’ বলা হয়। তিনি সঞ্চালক, তাই শো’র টিআরপি নিয়ে নির্মাতারা যে আশাবাদী তা বলার অপেক্ষাই রাখে না। এরই মধ্যে এ বারের প্রতিযোগীরাও কেউ কারও থেকে কম নয়। শোনা যাচ্ছে বিগবসের ঘরে অতিথি হিসেবে আগমন ঘটতে চলেছে বিগবসের পুরনো প্রতিযোগী শেহনাজ গিল ও সিদ্ধার্থ শুক্লা। সব মিলিয়ে গোটা সিজনটাই যে উত্তেজনার ওভারডোজ হতে চলেছে, সে নিয়ে আশাবাদী নির্মাতারা।

আরও পড়ুন- স্কুল বন্ধ, খুদে হাত বাড়িতেই তুলে নিল তেরঙ্গা, ল্যাপটপের স্ক্রিন জুড়ে ভেসে এল ‘জনগণমন…’

Next Article