বিনা মেঘে বজ্রপাত! বিগবস থেকে একসঙ্গে দুই জনপ্রিয় প্রতিযোগীর বিদায়

এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্ম ভুটে চলছে বিগবস ১৫। খুব শীঘ্রই টিভিতেও দেখা যাবে এই শো। বিগবস ওটিটির সঞ্চালনা করছেন করণ জোহর আর বিগবস টিভির সঞ্চালনা করতে দেখা যাবে সলমন খানকে।

বিনা মেঘে বজ্রপাত! বিগবস থেকে একসঙ্গে দুই জনপ্রিয় প্রতিযোগীর বিদায়
করণ জোহর।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2021 | 3:13 PM

আগাম ঘোষণা ছিল না। এ যেন বিনা মেঘে বজ্রপাত– বিগবসের ঘর থেকে একসঙ্গে বিদায় নিলেন দুই প্রতিযোগী। তাঁরা হলেন, ঋদ্ধিমা পন্ডিত ও করণ নাথ। শো’য়ে দুজন ছিলেন দুজনের কানেকশন। কিন্তু তাঁদের ‘কানেকশন’ চোখে পড়ল না অন্যান্যদের। সবচেয়ে কম ভোট পেলেন তাঁরাই।

বিগবসের প্রিমিয়ারে সবচেয়ে শেষে অংশ নিয়েছিলেন ঋদ্ধিমা-ই। সে সময় প্যানেলে করণ নাথই ছিলেন একমাত্র ‘অবশিষ্ট পুরুষ’। দুজনেই দুজনের কথা শুনে মিল খুঁজে পান। হয়ে যান একে অপরের কানেকশন। কিন্তু সেই কানেকশনের স্থায়িত্ব বেশিদিন হল না। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধিমা। ‘হামারি বহু রজনীকান্ত’ ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে করণ নাথের মিস্টার ইন্ডিয়া ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক হয়ে গিয়েছিল। যদিও তিনি তখন ছিলেন শিশুশিল্পী। পরে যদিও পাগলপান, ইয়ে দিল আশিকানাতে দেখা গিয়েছে তাঁকে।

করণ-ঋদ্ধিমার এই আকস্মিক চলে যাওয়ায় বেজায় খেপে ভক্তরা। এত তাড়াতাড়ি তাঁদের চলে যাওয়া উচিত নয় বলে মনে করছেন তাঁরা। এর আগে বিগবস থেকে বাতিল হয়েছেন অভিনেত্রী উরফি। তবে যাওয়ার আগে এক বিস্ফোরক দাবি করেছেন তিনি। দাবি করেছেন বিগবসের ঘরে নাকি যৌন সঙ্গম হয়েছে।

উরফির বলা সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যে সময়ের ভিডিয়োটি তখনও উরফি বিগবস থেকে বাতিল হননি। ঘরের মধ্যে একটি ক্যামেরার দিকে মুখ করে উরফিকে জনসাধারণের উদ্দেশ্যে বলতে শোনা যায়, “বিগবস ওটিটির ঘরে সঙ্গম হয়েছে। জানিনা আপনাদের দেখানো হয়েছে কিনা। কিন্তু আমি সত্যি বলছি এখানে এমনটাই হয়েছে।” পাশেই দাঁড়িয়েছেন শো’র অন্যতম প্রতিযোগী প্রতীক সহজপাল। উরফির ওই দাবিতে খানিক অবাক হয়ে যান তিনি। উরফি তাঁকে বলেন, “তুমি দেখোনি? এই যে এই এইখানে যখন দুই বাদর সঙ্গম করছিল, জানিনা প্রতীক তুমি তখন কী করছিলে?”

এই ভিডিয়ো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটিজেনের তরফে। কেউ কেউ বলেছেন, শো’র টিআরপি বাড়াতেই উরফি এমন মন্তব্য করেছেন। আবার কেউ কেউ উরফির বলা কথাকেই মান্যতা দিয়ে বিগবসের কাছে কৈফিয়ত দাবি করেছে। যদিও বিগবসের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। বিগবস ওটিটির প্রথম সপ্তাহের বাতিল পর্বেই বাড়ির বাইরে চলে যেতে হয় উরফিকে। বেরিয়ে এসে তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। জার্নি ছোট ছিল, কিন্তু মজার ছিল… জানান তিনি। এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্ম ভুটে চলছে বিগবস ১৫। খুব শীঘ্রই টিভিতেও দেখা যাবে এই শো। বিগবস ওটিটির সঞ্চালনা করছেন করণ জোহর আর বিগবস টিভির সঞ্চালনা করতে দেখা যাবে সলমন খানকে।