প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে সেই একই ট্রেন্ড। ধর্মেন্দ্রকে দিয়ে শুরু, সেই ট্র্যাডিশন বয়ে নিয়ে চলেছে দুই ছেলে ববি ও সানি দেওল। সানির ছেলে করণ দেওল-ও অভিনেতা। এবার ববি দেওলেরও ঘোষণা তাঁর দুই ছেলে আর আর্যমান ও ধর্মও হবেন অভিনেতা। তাঁর দুই ছেলেকে সেভাবে ক্যামেরার সামনে দেখা যায় না। পাপারাৎজি বা ফিল্মি পার্টি থেকে দূরেই থাকেন তাঁরা। তবে? ফিল্মি পাড়ায় প্রবেশের প্রস্তুতি কি ইতিমধ্যেই নিতে শুরু করেছেন তাঁরা? কেনই বা তাঁর দুই ছেলে দূরে থাকেন লাইমলাইট থেকে? এ নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন ববি। তিনি বলেন,” ওরা সাধারণ। আমি চাই ওরা সাধারণ জীবনই যাপন করুক। ওরা আলাদা নয়। ওরা স্পেশ্যাল নয়। আমি চাই না ওরা গ্ল্যামারের মায়ায় জড়িয়ে পড়ুক। কারণ যে কোনও মুহূর্তে তা ওদের কাছ থেকে দূরে সরে যেতে পারে। আমরা দেওলরা খানিক এরকমই। আমাকেও এই ভাবেই বড় করা হয়েছে। ছেলেরা ভীষণ লাজুক। তাই ওরা নিজেরাও চায় না ওদের ছবি তোলা হোক।” এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “ওরা অভিনেতাই হবে। ওরা এখন পড়াশোনা করছে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে। আমি ওদের নিয়ে ভীষণ গর্ববোধ করি।” যদিও কবে, কীভাবে ডেবিউ হবে তাঁর ছেলেদের, তা জানাননি ববি।
উল্লেখ্য, বিগত বেশ কিছু সময় ধরেই নিজেকে ভাঙছেন ববি। ‘আশ্রম’ ওয়েবসিরিজে দেখা গিয়েছে তাঁকে। চেনা ছক ভেঙে তিনি ধরা দিয়েছেন একেবারে অন্যভাবে। এষা গুপ্তের সঙ্গে তাঁর উষ্ণ দৃশ্য নিয়ে কম আলোচনা হয়নি। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে সন্দীপ রেড্ডির ছবি ‘অ্যানিম্যাল’-এ।রণবীরকে নিয়ে উচ্ছ্বসিত তিনি। যোগ করেন, “আমি রণবীরের বড় ভক্ত। ও ভীষণ ভাল অভিনেতা।” যদিও আরও অন্য ধারার কাজ করতে চান তিনি। যা যা চরিত্র পাচ্ছেন তা নিয়ে এখনও সন্তুষ্ট হতে পারেননি। তিনি বলেন, “যে খাবার খেতে চাইছি সেটা এখনও পাচ্ছি না।” ভবিষ্যতে তাঁর মনের মতো চরিত্র তিনি পান কিনা এখন সেটাই দেখার।