Bobby Deol: সানি দেওলের প্রসঙ্গ আসতেই কান্নায় ভেঙে পড়লেন ভাই ববি, কেন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 16, 2023 | 3:33 PM

প্রথম স্ত্রীর তরফে দুই সন্তান রয়েছে ধর্মেন্দ্রর-- সানি দেওল ও ববি দেওল। সানি ও ববির মধ্যে সম্পর্কের সমীকরণ কারও অজানা নয়। ববির থেকে বছর দশেকের বড় সানি দেওল। ছোট থেকেই ভাইকে আগলে রেখেছেন প্রতি মুহূর্তে। কিন্তু সানি দেওলের কথা বলতে গিয়েই কেন কেঁদে ফেললেন ববি?

Bobby Deol: সানি দেওলের প্রসঙ্গ আসতেই কান্নায় ভেঙে পড়লেন ভাই ববি, কেন?
কান্নায় ভেঙে পড়লেন ভাই ববি

Follow Us

 

প্রথম স্ত্রীর তরফে দুই সন্তান রয়েছে ধর্মেন্দ্রর– সানি দেওল ও ববি দেওল। সানি ও ববির মধ্যে সম্পর্কের সমীকরণ কারও অজানা নয়। ববির থেকে বছর দশেকের বড় সানি দেওল। ছোট থেকেই ভাইকে আগলে রেখেছেন প্রতি মুহূর্তে। কিন্তু সানি দেওলের কথা বলতে গিয়েই কেন কেঁদে ফেললেন ববি? কেন সকলের সামনে ধরে রাখতে পারলেন না আবেগ? ববির কথায়, “যেহেতু ও (সানি) আমার চেয়ে বছর দশেকের বড়, ও যে আমার থেকে কাজেও বড় তা প্রমাণে ও কোনও খামতি রাখেনি। ও পড়াশোনায় ভাল ছিল না, কিন্তু আমাকে প্রতিমুহূর্তে পড়াশোনায় উৎসাহ দিয়ে যেত। আমি অবাক হয়ে ভাবতাম কেন আমাকে সব সময় বলতে থাকে, নিজেও তো পড়তে পারে।”

ববি যোগ করেন, “তখন বুঝিনি। অবাক হতাম আর ভাবতাম ও তো আমার বাবা নয়, দাদা! কিন্তু এখন… আসলে আমি খুব ভাগ্যবান যে আমার দাদা…”। এর পরেই গলা ধরে আসে ববি দেওলের। সকলের সামনেই কেঁদে ফেলেন তিনি। ছোটবেলায় বুঝতে না পারলেও ববি বড় হয়ে বুঝতে পেরেছেন কেন দাদা সবসময় বাবার মতো ব্যবহার করতেন? নিজে যা পারেননি, নিজের যা হয়নি, ভাই যাতে সেই সব খামতি পূর্ণ করেন সে চেষ্টাই করে যেতেন সানি দেওল। সানি দিলখোলা মানুষ, ইন্ডাস্ট্রি এ কথা বলে। এই উক্তির সঙ্গে সম্মতি জানিয়েছেন ববিও। তিনি আরও বলেন, “ওই বড় মনের মানুষটা সব সময় আমার পাশে থেকেছে। মনে আছে আমার খারাপ সময়ে দাদা বলেছিল স্টারডমের সঙ্গে যুদ্ধ না করতে নিজেদের জুনিয়র ভাবতে। সেই মতোই পরিশ্রম করতে।” দাদার কথা অক্ষরে অক্ষরে মেনেছিলেন ভাই। আর সেই কারণেই অসফলতা তাঁকে একটানা ঘিরে রাখেনি।

মাঝে সময় খারাপ গিয়েছিল ঠিকই, কিন্তু আশ্রমের মতো সিরিজ দিয়ে তিনি ঘুরে দাঁড়িয়েছেন। তাঁর আগামী ছবি ‘অ্যানিম্যাল’ মুক্তি পাবে খুব তাড়াতাড়ি। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। সানি দেওলকেও দেখা যাবে এক উল্লেখযোগ্য ভূমিকায়।

Next Article