Sridevi: বিয়ের আগেই গর্ভবতী শ্রীদেবী? এতদিনের সত্যি অবশেষে ফাঁস বনির

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 03, 2023 | 5:46 PM

Sridevi: ১৯৯৬ সালে বিয়ে করার পর দুই সন্তানের জন্ম দেব শ্রীদেবী। বড় মেয়ে জাহ্নবী কাপুর যিনি এর মধ্যেই বলিউডে পরিচিত নাম। অপরজন হলেন খুশি কাপুর। যিনি খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন। এর আগে সুনিতা কাপুরকে বিয়ে করেছিলেন বনি। সেই বিয়ের সুবাদের তাঁর দুই সন্তান রয়েছে-- অর্জুন কাপুর এবং অংশুলা কাপুর।

Sridevi: বিয়ের আগেই গর্ভবতী শ্রীদেবী? এতদিনের সত্যি অবশেষে ফাঁস বনির
র সত্যি অবশেষে ফাঁস বনির

Follow Us

গর্ভবতী হওয়ার পর বিয়ে করার ঘটনা বলিউডে এখন জলভাত। ট্রেন্ডের জ্বলন্ত উদাহরণ আলিয়া ভাট। সম্প্রতি স্বরা ভাস্করও বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন। কিন্তু ৯০-য়ের দশকে ব্যাপারটা এত সোজা ছিল না। বিয়ের আগে সন্তান ধারণাকে মোটেও সোজা ভাবে নিতেন না সাধারণ মানুষ। সে যাই হোক, হুট করেই বিয়ে করে নিয়েছিলেন শ্রীদেবী ও বনি কাপুর। শ্রীদেবীর বিয়ের কিছু দিনের মধ্যে কাপুর পরিবারের তরফে জানানো হয় যে সন্তান হবে শ্রীদেবীর। তুমুল ঝড় উঠেছিল এই খবরে। অনেকেই ধরে নিয়েছিলেন বিয়ের আগেই সন্তান সম্ভবা হয়ে পড়েন শ্রীদেবী। এই তথ্য ভুল নাকি ঠিক সে নিয়ে এতদিন শ্রীদেবী চুপই ছিলেন। তবে সম্প্রতি এ নিয়ে মুখ খুলেছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। অবশেষে জানতে পারা গিয়েছে আসল সত্যিটা। খাতায় কলমে বনি-শ্রীদেবী বিয়ে করেছিলেন ১৯৯৭ সালে।

তবে বনি কাপুর জানিয়েছেন, ১৯৯৬ সালেই নাকি প্রথম বিয়ে করেন তাঁরা। তাঁর কথায়, “১৯৯৬ সালের ২ জুন আমরা বিয়ে করি। বিয়ে শিরডিতে অনুষ্ঠিত হয়েছিল। আমারা সাতপাকে ঘুরি। এক রাত সেখানে কাটাই। কিন্তু পরের বছর জানুয়ারিতে ওর প্রেগন্যান্সি সবাই বুঝতে পেরে যায়। তাই আমাদের বিয়ে লুকিয়ে রাখার আর কোনও জায়গা ছিল না। আমাদের সকলের সামনে বিয়ে করতে হয়। যেহেতু সকলের চোখের সামনে আমরা ১৯৯৭ থেকে বিবাহিত দম্পতি, সেই কারণেই অনেকে বলেন, জাহ্নবী নাকি বিবাহ পূর্বক সন্তান। কিন্তু এমনটা একেবারেই সত্য নয়।”

১৯৯৬ সালে বিয়ে করার পর দুই সন্তানের জন্ম দেব শ্রীদেবী। বড় মেয়ে জাহ্নবী কাপুর যিনি এর মধ্যেই বলিউডে পরিচিত নাম। অপরজন হলেন খুশি কাপুর। যিনি খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন। এর আগে সুনিতা কাপুরকে বিয়ে করেছিলেন বনি। সেই বিয়ের সুবাদের তাঁর দুই সন্তান রয়েছে– অর্জুন কাপুর এবং অংশুলা কাপুর।

Next Article