সেলিনা জেটলি কে মনে আছে? ‘নো এন্ট্রি’, ‘টম ডিক হ্যারি’র মতো ছবিতে যাঁর ‘সেক্সি অবতার’ একসময় হিল্লোল তুলেছিল পুরুষহৃদয়ে? আজ তিনি শো-বিজ থেকে কিছুটা দূরেই। বিদেশে স্বামীর সঙ্গে দিন কাটে তাঁর। তিনি মা-ও। দু’বার অন্তঃসত্ত্বা হন সেলিনা। এই দু’বারই যমজ সন্তান আসে তাঁর গর্ভে। কেন বারেবারেই যমজ সন্তানের জন্ম দেন সেলিনা? এই প্রশ্নই করা হয়েছিল তাঁকে। নেপথ্যে রহস্য অবশেষে ফাঁস করলেন সেলিনা। নেটদুনিয়ায় ‘আস্ক মি এনিথিং’ সেশনে তাঁকে প্রশ্ন করা হয়, “আইভিএফ নাকি স্বাভাবিক ভাবেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন তিনি”? সেলিনা জানান একেবারেই স্বাভাবিক পদ্ধতিতেই সন্তানের জন্ম দেন তিনি। তাঁর কথায়, “আমার একটি বিরল জিনগত অবস্থা রয়েছে। তা ছাড়াও একই রকম দেখতে না হওয়া যমজ সন্তানের (Non-identical Twin) জন্ম দেওয়ায় কাহিনী আমার বংশে রয়েছে। কিছু মানুষ জিনগত এমন এক প্রক্রিয়ার অধিকারী হয় যেখানে ওভালিউশোনের সময় একাধিক ডিম্বাণু নির্গত হয় আর যা যমজ সন্তান সৃষ্টির পথকে আরও সুগম করে দেয়।”
অস্ট্রেলিয়ার ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন সেলিনা। ২০১২ সালে যমজ সন্তানের জন্ম দেন তাঁরা। দু’টি ছেলে হয় তাঁদের। ২০১৭ সালে আবারও দুই ছেলের জন্ম দেন সেলিনা। কিন্তু এর মধ্যে একজন মারা যায়। কিছু দিন আগেই দু’বার যমজ সন্তানের জন্ম দেওয়া নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন সেলিনা। ভাগ করে নেন দ্বিতীয় বার মা হওয়ার সময় সন্তানহারা হওয়ার যন্ত্রণা।