সময়টা ভাল যাচ্ছে না জ্যাকলিন ফার্নান্ডেজের। সম্প্রতি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বিপদের মুখে পড়েছেন অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিস। যে কারণে দেশ ছাড়তে পারবেন না জ্যাকলিন। এরই মধ্যে খবর, সুকেশ কাণ্ডে নাম জড়ানোর পর থেকেই নাকি একের পর এক কাজ হাতছাড়া হয়ে যাচ্ছে তাঁর। জ্যাকলিনের মেন্টর সলমন খানও নাকি বিতর্কিত জ্যাকলিনকে এই মুহূর্তে খানিক এড়িয়েই চলছেন! তবে জ্যাকলিনের কাজ হাতছাড়া হলেও তাঁর এই সিনেমার গল্পের মতো জীবনকাহিনী নিয়ে নাকি তৈরি হতে পারে ওয়েব সিরিজ, বলিপাড়ায় কান পাতলেই নাকি শোনা যাচ্ছে এমনটাই। ঘনিষ্ঠ সূত্র বলছে, যে যে উপয়ে জ্যাকলিনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেছিলেন সুকেশ, তা হুবহু নাকি দেখানো হবে ওয়েব প্ল্যাটফর্মে।
এখানেই শেষ নয়, সুকেশ ও তাঁর অন্তরঙ্গতা, সুকেশের কোটি কোটি টাকা প্রতারণা, জ্যাকলিনের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভাইরাল– এ সবই নাকি থাকতে চলেছে এই ওয়েব সিরিজে। জ্যাকলিন ও সুকেশের ভূমিকায় কাকে বাছা হতে পারে, তা নিয়েও নাকি চলছে বিশ্লেষণ। বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, ডকুমেন্টরি হওয়ার পক্ষে এই ‘টপিক’ এক্কেবারের আদর্শ। সেই ব্যক্তির কথায়, “সুকেশ খুব ভাল ভাবেই জানত জ্যাকলিন বলিউডে কাজ খুঁজছে। আর সে কারণেই মিষ্টি কথায় জ্যাকলিনকে ভোলাবার চেষ্টা করে ও। এমনকি জ্যাকলিনকে ও এও বলে যে ভারতের সর্বপ্রথম নারীকেন্দ্রীক সুপারহিরো ছবি তৈরির কথা ভাবছে সে। আর সেই ছবিতে জ্যাকলিনকেই কাস্ট করা হবে, আনা হবে হলিউডের ভিএফএক্স শিল্পীদের।” জ্যাকলিনকে দেখতে অ্যাঞ্জেলিনা জোলির মতো, এই বলেও তাঁকে ভুলিয়েছিলেন প্রতারণায় অভিযুক্ত সুকেশ, বলছে সূত্র।
শোনা যাচ্ছে, সুকেশের থেকে ১০ কোটি টাকার উপহারও নিয়েছেন জ্যাকলিন। গোয়েন্দা সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই এমন কিছু প্রমাণ পেয়েছেন, যা ইঙ্গিত করে ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর নাকি জ্যাকলিনকে টাকা পাঠিয়েছিলেন। সেই সংক্রান্ত লেনদেনের বেশ কিছু তথ্য ইডির আধিকারিকদের হাতে এসেছে বলে খবর।
একসময় দিল্লি পুলিশের ইকনমিক অফেনসেস উইং সুকেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। তাঁর বিরুদ্ধে ২০০ কোটি টাকার অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াও প্রতারণা এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাঁর চেন্নাইয়ের বাংলোতে তল্লাশি চালিয়ে ৮২ লক্ষ টাকা, দুই কেজি সোনা, ১৬টি দামি গাড়ি বাজেয়াপ্ত করেছিল ইডির কর্তারা। তা থেকেই জ্যাকলিনের নাম সামনে আসে। জারি হয় সমনও। ইডির দফতরে তাঁকে ডেকে পাঠিয়ে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পি এম এল এ) নিরিখে বয়ানও রেকর্ড করা হয়। যদিও জ্যাকলিনের তরফে জানানো হয়েছিল সুকেশ কাণ্ডে শুধুমাত্র সাক্ষী হিসেবে তাঁকে তলব করা হয়েছে।