Ranbir Kapoor Reaction: ‘রণবীরের কন্ডোম সংস্থার মুখ হওয়া উচিত’, দীপিকার মন্তব্য সরব রণবীর

Bollywood Controversy: বহুবার কটাক্ষের শিকার হতে হয়েছে রণবীর কাপুরকে, সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন তিনি ক্যাসানোভা তকমা। একবার কফি উইথ করণ-এ এসে দীপিকা পাড়ুকোন ও সোনাম কাপুর রণবীর কাপুরকে নিয়ে বেজায় মজা করেছিলেন। যে ঠাট্টা, খুব একটা ভাল চোখে দেখেননি রণবীর কাপুর।

Ranbir Kapoor Reaction: রণবীরের কন্ডোম সংস্থার মুখ হওয়া উচিত, দীপিকার মন্তব্য সরব রণবীর

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 28, 2023 | 4:35 PM

দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর, একটা সময় একে অপরের সঙ্গে ছুচিয়ে প্রেম করেছেন। একবার নয় দু’বার একবার মন ভেঙে যাওয়ার কিছু দিনের বিরতির পর আবারও তাঁরা সম্পর্কে জড়িয়ে ছিলেন। কিন্তু অবশেষে যখন তাঁরা পাকাপাকিভাবে স্থির করলে, আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন, সেই বিচ্ছেদের খবরও ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। বারবার দীপিকা পাড়ুকোন প্রকাশ্যে জানিয়েছিলেন তাঁকে ব্যবহার করেছেন রণবীর কাপুর, এই সম্পর্কের জন্য তিনি মানসিক অবসাদে ভুগছেন। যার ফলে বহুবার কটাক্ষের শিকার হতে হয়েছে রণবীর কাপুরকে, সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন তিনি ক্যাসানোভা তকমা। একবার কফি উইথ করণ-এ এসে দীপিকা পাড়ুকোন ও সোনাম কাপুর রণবীর কাপুরকে নিয়ে বেজায় মজা করেছিলেন। যে ঠাট্টা, খুব একটা ভাল চোখে দেখেননি রণবীর কাপুর।

মজার ছলে দীপিকা পাড়ুকোনকে বলতে শোনা যায় কন্ডোম সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া উচিত রণবীর কাপুরের। পরবর্তীতে এক সাক্ষাৎকার রণবীর কাপুর জানান তিনি জানেন না কেন তাঁর সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে। এমন কি একই দিনে যেদিন এই শুট করা হয়, তাঁর সঙ্গে তাঁদের দেখাও হয়েছিল। তাঁরা ভালভাবে কথাও বলেছিলেন. তিনি ততক্ষণে জানতেনও না ভেতরে তাঁরা তাঁর সম্পর্কে কী কী বলেছেন। পরবর্তীতে যখন কফি উইছ করণ-এর সেই পর্ব সম্প্রসারিত হয়, তা শুনে অবাক হয়ে গিয়েছিলেন রণবীর কাপুর। সিমি গরেওয়াল রণবীরকে প্রশ্ন করেছিলেন, ‘আপনার খারাপ লাগেন?’

কাপুর পুত্র রণবীর জানিয়েছিলেন কেউ যদি তাঁকে নিয়ে মজা করে ঠাট্টা করে এ ধরনের মন্তব্য করে এটা তাঁর ব্যাপার, তাঁর এখানে কিছু বলার নেই। দীপিকার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল, দীপিকাকে তিনি শুভেচ্ছাও জানান ভবিষ্যতের জন্য। তবে সোনম কেন এই কথা বলেছেন, তা তিনি বুঝে উঠতে পারছেন না। পাশাপাশি তিনি এও বলেন, পরবর্তীতে এই বিষয়টা নিয়ে দীপিকা তাঁর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এই নিয়ে চর্চা তুলে থাকলেও রণবীরের খারাপ লাগা থাকলেও, এদিন খুব একটা প্রকাশ্যে বুঝতে দিতে চাননি অভিনেতা। যদিও দীপিকা নয়, একাধিকবার বিভিন্ন অভিনেতা স্টারদের থেকে শুরু করে পরিচালক তাঁকে নিয়ে মহিলা মহলের চর্চার কথা বলেছে। তাঁর স্ত্রী আলিয়া ভাটের বাবা মহেশ ভাটওও একবার তাঁকে লেডিস ম্যান-এর তকমা দিয়েছিলেন।