Ditipriya Roy: প্রতিদিন কার প্রেমে পড়েন দিতিপ্রিয়া? কার সঙ্গে একান্তে গেলেন ছুটি কাটাতে…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 05, 2023 | 12:20 PM

Inside Story: এবার সেই ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা একান্ত সময় কাটাতে চলে গেলেন অভিনেত্রী। প্রাথমিকভাবে পোষ্টের কমেন্ট পড়ে অনেকেরই মনে হতে পারে...

Ditipriya Roy: প্রতিদিন কার প্রেমে পড়েন দিতিপ্রিয়া? কার সঙ্গে একান্তে গেলেন ছুটি কাটাতে...

Follow Us

কোথায় হারালেন দিতিপ্রিয়া রায়? ঘুরতে বেশ পছন্দ করে দিতিপ্রিয়া। মাঝেমধ্যেই সময় সুযোগ পেলে কাছে পিঠে কিংবা দূরে কোথাও বেরিয়ে পড়েন সময় করে। এবারও কাজের অবসরে বেরিয়ে পড়লেন তিনি কাছের মানুষের সঙ্গে। এই কাছের মানুষ ও ভালবাসার মানুষের প্রতি প্রতিদিন প্রেমে পড়েন তিনি। তারই সঙ্গে এবার নৌক বিহারে দেখা গেল দিতিপ্রিয়া রায়কে। না, ক্যামেরার উল্টোপিতে থাকা মানুষটি কে, তা নিয়ে খুব একটা রহস্য সৃষ্টি করলেন না অভিনেত্রী। অন্য কেউ নয়, মায়ের সঙ্গে একান্তে ছুটি কাটাচ্ছেন দিতিপ্রিয়া। ছোট থেকেই তাঁর প্রতিটি আবদার, তাঁর প্রতিটি কাজে, পাশে থাকা সবটাই করে এসেছেন তাঁর মা, তাঁর পরিবার।

সময় সময় বুদ্ধি যোগানো, পথ দেখানো, এসব ক্ষেত্রে দিতিক্রিয়া তাঁর মাকে বারবার এগিয়ে রেখেছেন। তাঁর কেরিয়ারের ক্ষেত্রে এক বড় ভূমিকা পালন করেছেন তাঁর মা, সে কথা কেরিয়ারের শুরু থেকে আজও মুখে লেগে রয়েছে দিতিপ্রিয়ার। তাই এবার সেই ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা একান্ত সময় কাটাতে চলে গেলেন অভিনেত্রী। প্রাথমিকভাবে পোষ্টের কমেন্ট পড়ে অনেকেরই মনে হতে পারে, ঘনিষ্ঠ কোনও পুরুষ বন্ধুর সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। তবে কমেন্টে নিজেই স্পষ্ট ভাষায় লিখলে, তাঁর সেই মনের মানুষ তাঁর মা। অতীতে একাধিক বার নিজেকে সিঙ্গেল বলে দাবি করা দিতিপ্রিয়ার মনে আদপে কি কোনও মনের মানুষ জায়গা করে নিয়েছেন কিনা, সেটা এখনও রহস্যই রয়ে গিয়েছে ভক্তদের কাছে।

তবে এবার যে তাঁর ছোট্ট ট্রিপ তেমন কোনও ব্যক্তির সঙ্গে নয় সে কথা স্পষ্ট। মায়ের সঙ্গে নদীর ধারে কয়েকটা দিন কাটিয়ে নেওয়ার আনন্দ উপভোগ করছেন এখন তিনি। ফিরে আবারও একগুচ্ছ কাজ। একের পর এক প্রজেক্ট এখন দিতিপ্রিয়ার হাতে। এরই মাঝে সামনে এসেছে বড় খবর। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বীণা দাসের বায়োপিকে কাজ করবেন তিনি। কথা হয়ে গিয়েছিল বহু আগে। দিতিপ্রিয়ার কথায়, গত সাত আট বছর ধরেই তিনি এই প্রজেক্ট এর কথা জানেন। এখন তিনি জানতে পারছেন আবারও কাজ শুরু হচ্ছে, সম্ভাব্য শুটিং ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে।

Next Article