Kareena Kapoor Khan: তৈমুর, জাহাঙ্গীরের জন্মের পর ফের একবার মা হচ্ছেন করিনা? 

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 17, 2023 | 7:51 PM

Kareena Kapoor Khan: দুই সন্তানের মা তিনি। ২০১৬ সালে জন্ম হয় প্রথম সন্তান তৈমুর আলি খানের। ও ২০২১ সালে জন্ম হয় জাহাঙ্গীর আলি খানের। ফের কি তিনি অন্তঃসত্ত্বা? কথা হচ্ছে করিনা কাপুর খানের। বিগত বেশ কিছু দিন ধরে এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে বলিউডের অন্দরে।

Kareena Kapoor Khan: তৈমুর, জাহাঙ্গীরের জন্মের পর ফের একবার মা হচ্ছেন করিনা? 
মা হচ্ছেন করিনা ?

Follow Us

 

দুই সন্তানের মা তিনি। ২০১৬ সালে জন্ম হয় প্রথম সন্তান তৈমুর আলি খানের। ও ২০২১ সালে জন্ম হয় জাহাঙ্গীর আলি খানের। ফের কি তিনি অন্তঃসত্ত্বা? কথা হচ্ছে করিনা কাপুর খানের। বিগত বেশ কিছু দিন ধরে এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে বলিউডের অন্দরে। সম্প্রতি সুহানা খান ও কিয়ারা আডবাণীর সঙ্গে একটি শো-য়ে গিয়েছিলেন তিনি। পরেছিলেন কালো রঙের এক বডি হাগিং পোশাক। সেই অনুষ্ঠানেরই বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে গুঞ্জন। নেটিজেনদের একটা বড় অংশের মনে হয়েছে অভিনেত্রী ফের একবার মা হতে চলেছেন। তাঁদের মতে, ভিডিয়োতে স্পষ্ট তাঁর বেবিবাম্প। যদিও করিনা এ নিয়ে মুখ খোলেননি। আগামী ২১ তারিখ তাঁর জন্মদিন। দুই ছেলে ও স্বামী সইফ আলি খানকে নিয়ে তিনি আপাতত ভ্যাকেশন মুডে।

প্রসঙ্গত, এর আগেও করিনা কাপুরের মা হওয়ার গুঞ্জন রটেছিল নেটপাড়ায়। সে সময় যদিও সেই গুঞ্জন অস্বীকার করে করিনা লেখেন, তিনি মা হচ্ছেন না। পাস্তা ও ওয়াইন খাওয়া হয়ে গিয়েছে, সেই কারণেই তাঁকে ।ওরকমটা দেখাচ্ছে। কিন্তু এবারে? প্রশ্ন কিন্তু থামছেই না।

Next Article