করোনা রুখতে কার্যত লকডাউন। কাজের চাপ কম অথবা বাড়ি থেকেই কাজ করায় হাতে রয়েছে অখন্ড অবসর। অথবা করোনা আক্রান্ত আপানার চিকিৎসা এই মুহূর্তে চলছে বাড়ি থেকেই…নিভৃতবাসে থাকা আপনার মন ভাল নেই একদম? গ্রাস করছে বিষণ্ণতা, অবসাদ? আপনার মন ভাল করার হদিশ দিল টিভিনাইন বাংলা…
বাজ্জোঃ দ্য ডিভাইন পনিটেল- বিখ্যাত ফুটবলার রবার্টো বাজ্জোর জীবনী নিয়ে ছবি। তাঁর জীবনের টানাপড়েন দেখা যাবে ছবিটিতে। ইতালীয় ছবি। তবে ইংরেজি সাবটাইটেল রয়েছে। দেখা যাবে নেটফ্লিক্সে। মুক্তি পেয়েছেন এই মাসের ২৬ তারিখ।
ফ্রেন্ডস দ্য রিউনিয়ন- এই শো মানেই নস্টালজিয়া। ভারতে দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকলেও তা কেটে গিয়ে জি-ফাইভে হইহই করে চলছে এই শো। মুক্তি পেয়েছে মে মাসের ২৭ তারিখ
কোই জানে না- পরিচালনা করেছেন আমিন হাজি। রয়েছেন কুনাল কাপুর এবং আমায়রা দস্তুর। এই ছবিতে একটি আইটেম গানে দেখতে পাওয়া যাবে আমির খান এবং এলি আব্রামকে। এই ছবিও মুক্তি পেয়েছে মে’র ২৭ তারিখ। দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমে।
লুসিফারঃ সিজন ৫– মুক্তি পেয়েছে মে মাসের ২৮ তারিখ। দেখা যাবে নেটফ্লিক্সে। মুখ্য ভূমিকায় রয়েছেন টম এলিস। এখনও পর্যন্ত বেশ ভাল রিভিউই পেয়েছে এই সিরিজ।
আরও পড়ুন–হাত বাড়ালেন লোপমুদ্রা-ইমন-অনুপমরা, কোভিড-ইয়াস মোকাবিলায় একজোট শিল্পীমহল
মহারানি- মুখ্য ভূমিকায় রয়েছেন হুমা কুরেশি। রানি ভারতী বলে এক গৃহবধূর কালচক্রে বিহারের মুখ্যমন্ত্রী হয়ে ওঠার গল্প। হতাশ করেননি হুমা। অবসরে দেখে নিতেই পারে। মুক্তি পেয়েছে এই মাসের ২৮ তারিখ। দেখা যাবে সোনি-লাইভ-এ।
ব্রোকেন বাট বিউটিফুল- মুক্তি পেয়েছে ২৯ তারিখ। দেখা যাবে এএলটি বালাজি এবং এমএক্স প্লেয়ারে। এই প্রথম ওটিটিতে পা রেখেছেন সিদ্ধার্থ শুক্লা। রয়েছেন সোনিয়া রাঠি।
করোনা রুখতে কার্যত লকডাউন। কাজের চাপ কম অথবা বাড়ি থেকেই কাজ করায় হাতে রয়েছে অখন্ড অবসর। অথবা করোনা আক্রান্ত আপানার চিকিৎসা এই মুহূর্তে চলছে বাড়ি থেকেই…নিভৃতবাসে থাকা আপনার মন ভাল নেই একদম? গ্রাস করছে বিষণ্ণতা, অবসাদ? আপনার মন ভাল করার হদিশ দিল টিভিনাইন বাংলা…
বাজ্জোঃ দ্য ডিভাইন পনিটেল- বিখ্যাত ফুটবলার রবার্টো বাজ্জোর জীবনী নিয়ে ছবি। তাঁর জীবনের টানাপড়েন দেখা যাবে ছবিটিতে। ইতালীয় ছবি। তবে ইংরেজি সাবটাইটেল রয়েছে। দেখা যাবে নেটফ্লিক্সে। মুক্তি পেয়েছেন এই মাসের ২৬ তারিখ।
ফ্রেন্ডস দ্য রিউনিয়ন- এই শো মানেই নস্টালজিয়া। ভারতে দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকলেও তা কেটে গিয়ে জি-ফাইভে হইহই করে চলছে এই শো। মুক্তি পেয়েছে মে মাসের ২৭ তারিখ
কোই জানে না- পরিচালনা করেছেন আমিন হাজি। রয়েছেন কুনাল কাপুর এবং আমায়রা দস্তুর। এই ছবিতে একটি আইটেম গানে দেখতে পাওয়া যাবে আমির খান এবং এলি আব্রামকে। এই ছবিও মুক্তি পেয়েছে মে’র ২৭ তারিখ। দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমে।
লুসিফারঃ সিজন ৫– মুক্তি পেয়েছে মে মাসের ২৮ তারিখ। দেখা যাবে নেটফ্লিক্সে। মুখ্য ভূমিকায় রয়েছেন টম এলিস। এখনও পর্যন্ত বেশ ভাল রিভিউই পেয়েছে এই সিরিজ।
আরও পড়ুন–হাত বাড়ালেন লোপমুদ্রা-ইমন-অনুপমরা, কোভিড-ইয়াস মোকাবিলায় একজোট শিল্পীমহল
মহারানি- মুখ্য ভূমিকায় রয়েছেন হুমা কুরেশি। রানি ভারতী বলে এক গৃহবধূর কালচক্রে বিহারের মুখ্যমন্ত্রী হয়ে ওঠার গল্প। হতাশ করেননি হুমা। অবসরে দেখে নিতেই পারে। মুক্তি পেয়েছে এই মাসের ২৮ তারিখ। দেখা যাবে সোনি-লাইভ-এ।
ব্রোকেন বাট বিউটিফুল- মুক্তি পেয়েছে ২৯ তারিখ। দেখা যাবে এএলটি বালাজি এবং এমএক্স প্লেয়ারে। এই প্রথম ওটিটিতে পা রেখেছেন সিদ্ধার্থ শুক্লা। রয়েছেন সোনিয়া রাঠি।