বছরের শুরুতেই নতুন প্রাপ্তি। অভিনেতা গৌরব রায় চৌধুরীর কেরিয়ার গ্রাফে নতুন চমক। টেলি-টলির পর এবার তাঁর জার্নি বলিউড। এক হিন্দি ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন গৌরব, এই প্রথম বার। এ কথা টিভিনাইন বাংলাকে এক্সক্লুসিভলি জানিয়েছেন অভিনেতা। সিরিজটি দেখানো হবে আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
তাঁর কথায়, “ডেট লক হয়েছে। হিন্দি সিরিজ়। এর থেকে আর বেশি কিছু বলা যাবে না। সবটাই ক্রমশ প্রকাশ্য।” এরই মধ্যে চূড়ান্ত কথাবার্তার জন্য মুম্বই যেতে হবে তাঁকে। কথা এগিয়েছে বেশ অনেক দূর। এবার শুধু কাজ শুরু হওয়ার অপেক্ষা। এক দিকে যেমন বলিউড যাত্রা শুরু তাঁর ঠিক তেমনই নতুন বছরে আসতে চলেছে তাঁর নতুন ধারাবাহিক ‘পিলু’।
তাঁর বিপরীতে থাকছে নতুন মুখ, মেঘা দাঁ। এর আগে জি বাংলার এক রিয়ালিটি শো-য়ে অংশ নিয়েছিলেন মেঘা। কেমন হতে চলেছে পিলু? এ প্রসঙ্গে এর আগে টিভিনাইন বাংলাকে অভিনেতা বলেছিলেন, “পুরোপুরি একটি রোম্যান্টিক ড্রামা। প্রেম ভালবাসায় মোড়া একটি গল্প।” আগামী ১০ জানুয়ারি থেকে দেখা যাবে এই নতুন ধারাবাহিকটি।
মাস ছয়েক আগেই বড় বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল গৌরবকে। কপালে একটি ফোঁড়া হয়েছিল তাঁর। সেখান থেকেই জল এতদূর গড়ায় যে তাঁকে ভর্তি হতে হয় হাসপাতালে। হয়ে বায়োপ্সিও। তবে এখন তিনি সুস্থ। হাতে পর পর কাজ। নতুন বছরে বলি-অফার, মন্দ নয়?
আরও পড়ুন- KIFF 2022: নির্ধারিত দিনেই শুরু কলকাতা চলচ্চিত্র উৎসব, নতুন চমক কী, কী বা হল বাতিল?