Birthday Boy Dharmendra: বার্ধক্যেও ভরপুর রোম্যান্স, জন্মদিনে স্বামী ধর্মেন্দ্রকে চুমুতে-আদরে ভরিয়ে দিলেন হেমা
Dharmendra At 88: হেমা-ধর্মেন্দ্রর বিয়ে নিয়ে মজার ঘটনা আছে। সে সময় জিতেন্দ্রর সঙ্গে চুটিয়ে অভিনয় করছিলেন হেমা। এদিকে বিবাহিত ধর্মেন্দ্রর সঙ্গে প্রেমও করছিলেন। হেমার পরিবার চেয়েছিলেন জিতেন্দ্রকেই বিয়ে করুন হেমা। জিতেন্দ্রর পরিবারেরও সেটাই চেয়েছিল। এবং সেই মতোই দুই তারকার বিয়ের ব্যবস্থা করা হয়। এই খবর শুনেই মদ্যপ অবস্থায় ধর্মেন্দ্র হাজির হন হেমা-জিতেন্দ্রর বিয়ের আসরে। তারপর যা হয়...
৮৮ বছর বয়সে পা দিলেন ধর্মেন্দ্র। পঞ্জাবী জাট পরিবারের মানুষটাকে নিয়ে কম আলোচনা হয়নি একটা সময়। সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন দ্বিতীয়বার বিয়ে করার জন্য। তিনি প্রথমবার বিয়ে করেছিলেন প্রকাশ কৌরকে। তাঁর থেকে দুই সন্তান ধর্মেন্দ্রর। দুই পুত্র সানি এবং ববি। তারপর তিনি বিয়ে করেন অভিনেত্রী হেমা মালিনীকে। তাঁর থেকে দুই কন্যা ধর্মেন্দ্রর–এশা এবং অহনা। দুই স্ত্রীর মধ্যে জন্মদিনের সেরা উপহার ধর্মেন্দ্র পেলেন দ্বিতীয় স্ত্রী হেমার থেকেই। কী দিলেন হেমা?
প্রথম স্ত্রী থাকতেও হেমাকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। কিন্তু তাঁরা একসঙ্গে থাকেন না। যদিও স্বামীর জন্মদিনে তাঁকে ভালবাসায় ভরিয়ে দিলেন হেমা। ধর্মেন্দ্রর সঙ্গে দেখা করলেন রেওয়াজ মেনে। কেবল তাই নয়, তাঁর গালে এঁকে দিলেন প্রেম জড়ানো চুম্বন। হেমা ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দুটি ছবিতে তিনি এবং ধর্মেন্দ্র। অন্য দুটি ছবিতে কন্যাদের সঙ্গে অভিনেতা। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে হেমা লিখেছেন, “আমার জীবনের সবচেয়ে সুন্দর সঙ্গীকে জন্মদিনের অনেক-অনেক শুভেচ্ছা জানাই। তোমার হৃদয়ে যতখানি প্রেম ধারণের জায়গা আছে, সবটাই দিলাম আমি। আশা করি তুমি এটা দেখতে পাও, আমার কাছে কতখানি স্পেশ্যাল তুমি।”
হেমা-ধর্মেন্দ্রর বিয়ে নিয়ে মজার ঘটনা আছে। সে সময় জিতেন্দ্রর সঙ্গে চুটিয়ে অভিনয় করছিলেন হেমা। এদিকে বিবাহিত ধর্মেন্দ্রর সঙ্গে প্রেমও করছিলেন। হেমার পরিবার চেয়েছিলেন জিতেন্দ্রকেই বিয়ে করুন হেমা। জিতেন্দ্রর পরিবারেরও সেটাই চেয়েছিল। এবং সেই মতোই দুই তারকার বিয়ের ব্যবস্থা করা হয়। এই খবর শুনেই মদ্যপ অবস্থায় ধর্মেন্দ্র হাজির হন হেমা-জিতেন্দ্রর বিয়ের আসরে। নিয়ে আসেন জিতেন্দ্রর তৎকালীন প্রেমিকাকেও। ধর্মেন্দ্রকে সেখানে দেখতে পেয়ে তাঁকে বিবাহ আসর থেকে দূর-দূর করে তাড়িয়ে দিচ্ছিলেন হেমার বাবা। বলেছিলেন, “সাহস তো কম না। মদ খেয়ে এসেছ। বিবাহিত হওয়া সত্ত্বেও আমার মেয়েকে বিয়ে করতে চাইছ! বের হও…”
এসবের পর হেমার সঙ্গে জিতেন্দ্রর বিয়ে ভেঙে যায়। ধর্মেন্দ্রর ভালবাসা বুঝে তাঁকেই বিয়ে করেছিলেন হেমা। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও এমনটা কীভাবে করলেন ধর্মেন্দ্র? শোনা যায়, হেমাকে বিয়ে করার জন্য তিনি নিজের ধর্ম পাল্টেছিলেন তিনি। গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম।