Prosenjit Secret: ৫০ পেরিয়ে কোন পরিবর্তন এসেছে প্রসেনজিতের? কীভাবে থাকেন এত ফিট

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 11, 2023 | 2:10 PM

Ott: পাল্টে যায় খাবারের মেনুও। কী খান প্রসেনজিৎ নিজেকে ধরে রাখতে, সেই উত্তর না দিলেও তিনি এটা সাফ জানিয়ে দেন...।

Prosenjit Secret: ৫০ পেরিয়ে কোন পরিবর্তন এসেছে প্রসেনজিতের? কীভাবে থাকেন এত ফিট

Follow Us

প্রজেনজিৎ চট্টোপাধ্যায়, সিনেপাড়ায় দাপটের সঙ্গে নিজেকে ধরে রাখেন এই সেলেব। অনেকেরই স্বপ্ন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ঠিক কীভাবে পাল্টে ফেলতে হয়, আপডেট করে যুগের সঙ্গে পাল্লা দিতে হয়, তার এক জীবন্ত উদাহরণ হলেন তিনি। কেবল সিনেপ্রেমী দের ক্ষেত্রেই নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কৌতুহল সাধারণেরও। ৫০ পেরিয়ে এভাবে নিজেকে ধরে রাখা কীভাবে সম্ভব? কোন মন্ত্রবলে তিনি আজও স্টানিং লুকে ঝড় তুলছেন? সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা। এক সাক্ষাৎকারে সাফ জানালেন প্রসেনজিৎ, ৫৫ পেরিয়ে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। শারীরিক-মানসিক এক বদল আসে। য়ার সঙ্গে পাল্লা দিয়ে তাই পাল্টে ফেলতে হয় কিছু অভ্যাস।

পাল্টে যায় খাবারের মেনুও। কী খান প্রসেনজিৎ নিজেকে ধরে রাখতে, সেই উত্তর না দিলেও তিনি এটা সাফ জানিয়ে দেন, ভাজাটা এড়িয়ে যাওয়া ভীষণ জুরুরী। এই সময় এই ধরণের খাবারটা না খাওয়াই ভাল। যদিও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় একবার জানিয়েছিলেন, টলিপাড়ার বুম্বাদা নাকি কেবলই টকদই আর শসা খেয়ে থাকেন। কফিও পান করা প্রসেনজিতের একটি অভ্যাস। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওটিটি সিরিজ জুবলি। তা নিয়ে প্রশংসার ঝড় সিনেপাড়ায়। এরপর থেকেই বলিউড-টলিউড থেকে ওটিটি-র ডাক পাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত প্রথম ওয়েব সিরিজ় জুবিলি এখন সিনেপাড়ার অন্যতম চর্চিত বিষয়। প্রথম ওটিটিতে হাতেখড়ি হচ্ছে টলিপাড়ার বুম্বাদার। তবে বাংলা নয়, হিন্দি এই সিরিজ়েই আত্মপ্রকাশ করলেন চলেছেন তিনি। যার ফলে বলিউডে এখন তাঁর নিত্য উপস্থিতি বর্তমান। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই খবর। বর্তমানে ‘জুবিলি’র প্রচারেই বারে বারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন তিনি। যার ফলে একাধিক প্রশ্নের মুখোমুখি হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে কী জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? কেন বলিউডে কেরিয়ার তৈরি হল না তাঁর? তিনি বলেন, ”আমার মনে হয়, স্থানীয় অভিনেতারা মুম্বইয়ে বেশি কাজ পায় না। আমি শেষ কাজ করেছি সাংঘাই-তে। অনেক বছর পেরিয়ে গিয়েছে। তারপর আবার জুবলির হাত ধরে ফেরা মুম্বইয়ে।”

Next Article