‘আমি ভাল আছি’, হৃদরোগে আক্রান্ত হওয়ার দিন কয়েক পরেই ইনস্টাগ্রাম লাইভে ফিরে এলেন সুস্মিতা সেন। একই সঙ্গে শেয়ার করে নিলেন সেদিনের কথা। জানালেন নতুন জীবন পেয়ে তাঁর অনুভূতি। গলা ভেঙে গিয়েছিল তাঁর। ঠাণ্ডা লেগেছে জোরদার। সে বিষয়ে অনুরাগীদের ভয় না পাওয়ার আর্জি জানিয়ে মুখ খুললেন তিনি। এই এতদিন যে পরিমাণ ভালবাসা তিনি পেয়েছেন তাতে যে তিনি আপ্লুত সে কথা জানাতে ভোলেননি সুস্মিতা। ধন্যবাদ জানিয়েছেন সমস্ত চিকিৎসককে, যারা এক মুহূর্ত দেরি না করে সুস্মিতাকে সুস্থ করার জন্য দিন-রাত এক করে পরিশ্রম করেছেন। তবে সঠিক সময় সঠিক চিকিৎসা না হলে ব্যাপারটা যে মারাত্মক হতে পারত সে বিষয়ে ইঙ্গিত দিয়ে সুস্মিতা বলেছেন, “জিমে যাওয়া বন্ধ করবেন না। আমি জানি অনেকেই জিমে যাওয়া বন্ধ করে ভাববে, এত জিমে গিয়েও তো ওর তো কোনও লাভ হল না। সেটা ঠিক নয়।” মূল ধমনীতে ব্লকেজ ছিল তাঁর, ম্যাসিভ হার্টঅ্যাটাক হয়– তা সত্ত্বেও প্রাণে বাঁচার কারণ হিসেবে সুস্মিতা জানিয়েছেন সচল জীবনযাত্রা। কাজের মধ্যে থাকেন তিনি, আর সেই কারণেই মৃত্যু তাঁকে ছুঁতে পারেননি বলে দাবি অভিনেত্রীর।
এখানেই থামেননি তিনি। অনুরাগীদের সাবধান করে বলেছেন, “দেখা যাচ্ছে অনেক ছোট ছোট ছেলেমেয়েও এখন হৃদরোগে বাঁচছে না। নিজেকে পরীক্ষার মধ্যে রাখা ভীষণ জরুরি। আর মহিলাদের বোঝা উচিৎ, হৃদরোগ মোটেও শুধু পুরুষদের অসুখ নয়। ভয় পাওয়ার কিছু নেই তবে সাবধান হওয়ার দরকার রয়েছে।” আইসিইউতে ভর্তি ছিলেন সুস্মিতা। হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি, বুকে বসেছে স্টেন্ট। তবে তিনি যে হৃদরোগে আক্রান্ত হয়েছে সে কথা আগে টের পাননি কেউ-ই। সুস্মিতাই চাননি। চেয়েছিলেন গোপনীয়তা বজায় রাখতে। হাসপাতালের সবাই যে তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তাতেও তিনি খুশি। আপাতত কিছু দিন বিশ্রাম করে আবারও কাজে ফিরবেন তিনি। ‘তালি’র ছবির ডাবিং বাকি। কাজ শেষ হয়নি ‘আরিয়া ২’-এরও। এই সব অসমাপ্ত কাজ শেষ করতেই মুখিয়ে রয়েছেন তিনি।
বরাবরই নিজের শর্তে বাঁচেন সুস্মিতা। তাঁর দুই সন্তান রয়েছে। প্রেম তাঁর জীবনে আসে প্রেম ভাঙেও বারংবার। তবু তিনি বহু মহিলার কাছেই অনুপ্রেরণার আধার। হৃদরোগে আক্রান্ত হয়েও তিনি যে সুস্থ আছেন, তাতেই আপাতত নিশ্চিন্ত তাঁর অনুরাগীরা।