বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে হল হুমা কুরেশিকে! তারপর…?

আদতে এটি একটি পলিটিক্যাল ড্রামা। হুমার চরিত্রটি লেখাপড়া শেখেননি। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী। তাঁর অনিচ্ছাতেই জোর করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে দেওয়া হয়।

বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে হল হুমা কুরেশিকে! তারপর...?
হুমা কুরেশি।
Follow Us:
| Updated on: May 20, 2021 | 9:04 PM

‘মহারানি’। আসন্ন ওয়েব সিরিজের নাম এটাই। আর তাঁকে কার্যত ‘মহারানি’র মতোই দেখতে লাগছে। চাল-চলনে আদতে তিনি ‘মহারানি’। তিনি অর্থাৎ বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) হুমা কুরেশি (Huma Qureshi)। সুভাষ কাপুর প্রযোজিত আসন্ন ওয়েব সিরিজ ‘মহারানি’র ট্রেলার সদ্য মুক্তি পেল। আর সেখানে হুমাকে দেখেই অপেক্ষার পারদ চড়ছে দর্শক মহলে।

আদতে এটি একটি পলিটিক্যাল ড্রামা। হুমার চরিত্রটি লেখাপড়া শেখেননি। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী। তাঁর অনিচ্ছাতেই জোর করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে দেওয়া হয়।

বিহারের রাজনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে চিত্রনাট্য তৈরি হয়েছে। গ্রামের এক সাধারণ গৃহবধূ, যিনি ঘরের কাজ, সংসার নিয়ে ব্যস্ত থাকতেন, হঠাৎ করেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব তিনি কীভাবে সামলাবেন? করণ শর্মা এই সিরিজের পরিচালক। আগামী ২৮ মে থেকে সোনিলিভ ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ।

View this post on Instagram

A post shared by Huma S Qureshi (@iamhumaq)

এ প্রসঙ্গে হুমা বলেন, “রানি ভারতী চরিত্রের বহু স্তর রয়েছে। এমন একটা চরিত্রে অভিনয় করতে পারাটা আমার কাছে সম্মানের। এই মহিলার ত্বকের রং থেকে শুরু করে সব ছোট ছোট জিনিসে নজর দিয়েছিলাম। রানির জীবনের বিভিন্ন সময় দেখাতে গিয়ে অনেকগুলো লুক ট্রাই করতে হয়েছে।”

সূত্রের খবর, এই সিরিজে হুমার চরিত্রটি আরজেডি প্রধান লালু প্রসাদের স্ত্রী রাবড়ি দেবীর আধারে তৈরি। দুর্নীতির অভিযোগে বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের জেল হওয়ার পর এক রকম বাধ্য হয়েই মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে এগিয়ে এসেছিলেন রাবড়ি দেবী। সে ভাবেই বোনা হয়েছে হুমার চরিত্র। তিনি ছাড়াও সোহম শাহ, কানি কুসরুতির মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই সিরিজ।

আরও পড়ুন, নির্বাচনে হেরেও আসানসোলের পাশে সায়নী, শিশুদের জন্য কী করলেন?