সোনি লিভ-এর নতুন সিরিজ ‘মহারানি’। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী রাবড়ি দেবীর থেকে অনুপ্রাণিত চরিত্রে অভিনয় করচেন হুমা কুরেশি। স্ট্রিমিংয়ের পর এক মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে সিরিজ। বিহারের দর্শক মনে করছেন আসল রাবড়ি দেবীর ‘হোয়াইট ওয়াশ ভার্সন’। রোশন সিং বিহারের একজন নামকরা এগজিবিটর বলেন, “এটি কোন রাবড়ি দেবী? তিনি কখন এই ঝাঁসির রানি এবং ইন্দিরা গান্ধী একসঙ্গে হয়েছিলেন? আমার মনে হয় সিরিজটি লালুজির শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুরা স্পনসর করেছেন।“
পাটনা ভিত্তিক ইস্পাত উদ্যোক্তা সুধীর কুমার বলেন, “তারা লালু যাদব এবং রাবড়ি দেবীর নাম পরিবর্তন করে সঠিক কাজ করেছে। এটি রাবড়ি দেবীর গল্প নয়। যদি এটি তাদের নিজস্ব কল্পনা হয় তবে সিরিজ সম্পর্কে লালু এবং রাবড়ি দেবীর উপর ভিত্তি করে অভিনেতারা কেন সাক্ষাৎকার দিচ্ছিলেন? আপনারা দুটো দিকে থাকতে পারে না। হেডলাইনেও আছেন আবার ফিকশনেও আছে।”
হুমার ফিল্ম এখনও পর্যন্ত বিহারে তেমন প্রশংসা পায়নি। কিন্তু এখন অনেকটাই বদলে গিয়েছে। ‘মহারানি’-তে তাঁর চরিত্রের প্রসঙ্গে ঘরে-ঘরে কথা হচ্ছে। পাটনার এক স্কুল শিক্ষক রেখা বিনোদ বলেন হুমার চরিত্রটি সংকল্প এবং নমনীয়তার আদর্শ মিশ্রণ। “অবশ্যই তারা রাজনৈতিক ঘটনাবলীর ক্ষেত্রে স্বাধীনতা নিয়েছে। তাহলে সঞ্জয় লীলা বনসালীর ‘পদ্মাবত’ কী ছিল? নাকি ‘মোগল-এ-আজম’? হুমা কুরেশির চরিত্রটি সম্পর্কে আমার যা ভাল লেগেছে তা হ’ল তিনি অনিচ্ছায় বিহারের মুখ্যমন্ত্রী হতে রাজি হল। কিন্তু সে রাবার স্ট্যাম্প হয়ে থাকতে চায়নি। তাঁর নিজের মন আছে। এটা আশ্চর্যজনক!”
হুমা কুরেশি এক সাক্ষাৎকারে বলেন, “সব সময় এমন চরিত্র করার সুযোগ আপনবি পান না যেথানে আপনাকে পারফর্মার হিসাবে বহু স্তর অন্বেষণ করা যেতে পারে। রানি ভারতী চরিত্রে অভিনয় করে ভাল লেগেছে। তিনি এমন এক ব্যক্তি হিসাবে শুরু করেন যাঁর সঙ্গে আমরা সবাই পরিচিত কিন্তু তিনি যেখানে গিয়ে পৌঁছন, আমাদের মধ্যে কয়েক জন তা আশা করতে পারি।”
সোনি লিভ-এর নতুন সিরিজ ‘মহারানি’। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী রাবড়ি দেবীর থেকে অনুপ্রাণিত চরিত্রে অভিনয় করচেন হুমা কুরেশি। স্ট্রিমিংয়ের পর এক মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে সিরিজ। বিহারের দর্শক মনে করছেন আসল রাবড়ি দেবীর ‘হোয়াইট ওয়াশ ভার্সন’। রোশন সিং বিহারের একজন নামকরা এগজিবিটর বলেন, “এটি কোন রাবড়ি দেবী? তিনি কখন এই ঝাঁসির রানি এবং ইন্দিরা গান্ধী একসঙ্গে হয়েছিলেন? আমার মনে হয় সিরিজটি লালুজির শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুরা স্পনসর করেছেন।“
পাটনা ভিত্তিক ইস্পাত উদ্যোক্তা সুধীর কুমার বলেন, “তারা লালু যাদব এবং রাবড়ি দেবীর নাম পরিবর্তন করে সঠিক কাজ করেছে। এটি রাবড়ি দেবীর গল্প নয়। যদি এটি তাদের নিজস্ব কল্পনা হয় তবে সিরিজ সম্পর্কে লালু এবং রাবড়ি দেবীর উপর ভিত্তি করে অভিনেতারা কেন সাক্ষাৎকার দিচ্ছিলেন? আপনারা দুটো দিকে থাকতে পারে না। হেডলাইনেও আছেন আবার ফিকশনেও আছে।”
হুমার ফিল্ম এখনও পর্যন্ত বিহারে তেমন প্রশংসা পায়নি। কিন্তু এখন অনেকটাই বদলে গিয়েছে। ‘মহারানি’-তে তাঁর চরিত্রের প্রসঙ্গে ঘরে-ঘরে কথা হচ্ছে। পাটনার এক স্কুল শিক্ষক রেখা বিনোদ বলেন হুমার চরিত্রটি সংকল্প এবং নমনীয়তার আদর্শ মিশ্রণ। “অবশ্যই তারা রাজনৈতিক ঘটনাবলীর ক্ষেত্রে স্বাধীনতা নিয়েছে। তাহলে সঞ্জয় লীলা বনসালীর ‘পদ্মাবত’ কী ছিল? নাকি ‘মোগল-এ-আজম’? হুমা কুরেশির চরিত্রটি সম্পর্কে আমার যা ভাল লেগেছে তা হ’ল তিনি অনিচ্ছায় বিহারের মুখ্যমন্ত্রী হতে রাজি হল। কিন্তু সে রাবার স্ট্যাম্প হয়ে থাকতে চায়নি। তাঁর নিজের মন আছে। এটা আশ্চর্যজনক!”
হুমা কুরেশি এক সাক্ষাৎকারে বলেন, “সব সময় এমন চরিত্র করার সুযোগ আপনবি পান না যেথানে আপনাকে পারফর্মার হিসাবে বহু স্তর অন্বেষণ করা যেতে পারে। রানি ভারতী চরিত্রে অভিনয় করে ভাল লেগেছে। তিনি এমন এক ব্যক্তি হিসাবে শুরু করেন যাঁর সঙ্গে আমরা সবাই পরিচিত কিন্তু তিনি যেখানে গিয়ে পৌঁছন, আমাদের মধ্যে কয়েক জন তা আশা করতে পারি।”