Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘হাঙ্গামা’র ডাবলডোজ! ১৩ বছর পর কামব্যাক শিল্পার, প্রকাশ্যে ট্রেলার

আর মাত্র কয়েক দিন। এই মাসেই আসছে হাঙ্গামা ২। বৃহস্পতিবার মুক্তি পেল ছবির ট্রেলার। গোটা ট্রেলার জুড়েই সুক্ষ্ম-স্থুল হাস্যরসের বাহার। এরই মধ্যে রাজপাল যাদব এবং পরেশ রাওয়ালের কমিক টাইমিং তাতে জুড়েছে অন্য মাত্রা।

'হাঙ্গামা'র ডাবলডোজ! ১৩ বছর পর কামব্যাক শিল্পার, প্রকাশ্যে ট্রেলার
হাঙ্গামা-২
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2021 | 7:37 PM

২০০৩-এ মুক্তি পেয়েছিল ‘হাঙ্গামা’। আবারও হাঙ্গামা হবে, তবে এ বার আরও বড় ভাবে। একদিকে ১৩ বছর পর বলিপাড়ার গ্র্যান্ড কামব্যাক হতে চলেছে শিল্পা শেট্টির অন্যদিকে সাত বছর পারে পরিচালনায় ফিরছেন প্রিয়দর্শনও।

আর মাত্র কয়েক দিন। এই মাসেই আসছে হাঙ্গামা ২। বৃহস্পতিবার মুক্তি পেল ছবির ট্রেলার। গোটা ট্রেলার জুড়েই সুক্ষ্ম-স্থুল হাস্যরসের বাহার। এরই মধ্যে রাজপাল যাদব এবং পরেশ রাওয়ালের কমিক টাইমিং তাতে জুড়েছে অন্য মাত্রা। অন্যদিকে কমিক চরিত্র দিয়েই কামব্যাক শিল্পার। বাড়তি পাওনা ‘চুরা কে দিল মেরা’ গানে শিল্পার নাচ। হ্যাঁ, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ ছবি থেকে এই গানটি ব্যবহার করা হয়েছে এই ছবিতে।

শোনা যাচ্ছে, একেবারে নতুন গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হাঙ্গামা ২’। কাস্টিংও প্রায় নতুন।একমাত্র পরেশ রাওয়াল ছাড়া এই ছবিতে সবাই নতুন। অক্ষয় খান্না এই ছবিতে ক্যামিও করছেন শুধুমাত্র আগের ছবির স্মৃতিকে উসকে দিতে নয়। বরং ওই চরিত্রে অক্ষয়কে মানায় বলেই পরিচালক তাঁকে নিয়েছেন। অক্ষয় এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এর আগে হাঙ্গামাও পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। ২০০৩ সালে অক্ষয় খান্না, আফতাব শিবদাসানি, পরেশ রাওয়াল, রিমি সেন ছিল ছবিতে। সব কিছু ঠিক থাকলে হাঙ্গামা ২ মুক্তি পাবে এই মাসেরই ২৩ তারিখ। বেশিরভাগ রাজ্যেই সিনেমা হল বন্ধ, তাই নির্মাতারা বেছে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারকেই।

আরও পড়ুন-Doctors’ Day: ঝুঁকি সত্ত্বেও ঐন্দ্রিলাকে আগলেছেন ওঁরা, কলকাতার দুই ডাক্তারকে কুর্নিশ সব্যসাচীর