Lesbian Web Series: লাস্যে ভরা দেশের প্রথম লেসবিয়ান ওয়েব সিরিজ় লেখা হয় মুক্তির ১০ বছর আগে!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 30, 2022 | 9:02 AM

The Other Love Story: গল্পটি লিখেছিলেন রুপা রাও। এবং তিনি গল্পটি লিখেছিলেন সিরিজ়ে তৈরি হওয়ার ১০ বছর আগে।

Lesbian Web Series: লাস্যে ভরা দেশের প্রথম লেসবিয়ান ওয়েব সিরিজ় লেখা হয় মুক্তির ১০ বছর আগে!
'দ্য আদর লাভ স্টোরি'র মুহূর্ত...

Follow Us

বলা হচ্ছে, এটিই নাকি দেশের প্রথম লেসবিয়ান গল্প নির্ভর ওয়েব সিরিজ়। একটি মেয়ের সঙ্গে অন্য একটি মেয়ের আলাপ ও তাঁদের মধ্যে বাড়ন্ত প্রেম নিয়ে সিরিজ়ের চিত্রনাট্য। সিরিজ়ের নাম ‘দ্য আদর লাভ স্টোরি’। এই সিরিজ় এমন একটি সময় তৈরি হয়েছিল যখন লেসবিয়ান ও গে যুগলদের (পড়ুন সমকামী যুগল) লড়াই অনেকটা কঠিন ছিল এই সমাজে। তখনও সেকশন ৩৭৭ মান্যতা পায়নি সেই অর্থে। সুতরাং, ‘দ্য আদর লাভ স্টোরি’ এমন সময় মুক্তি পেয়েছিল, যে সময় সমকামী প্রেমকে অপরাধের চোখে দেখা হত। ২০১৬ সালে মুক্তি পায় ‘দ্য আদর লাভ স্টোরি’। সমকামীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গী পাল্টাতে তৈরি করা হয়েছিল এই সিরিজ়। ৯০-এর দশকের দুই লেসবিয়ানের গল্পকে তুলে ধরা হয়েছিল সেখানে। গল্পটি লিখেছিলেন রুপা রাও। এবং তিনি গল্পটি লিখেছিলেন সিরিজ়ে তৈরি হওয়ার ১০ বছর আগে।

কলেজ পড়ুয়া দুই মহিলা এই গল্পের কেন্দ্রে। একজনের নাম আঁচল, অন্যজন আধ্যা। শহুরে ভারতের অংশ তারা। সিরিজ়ের প্রথম এপিসোডের নাম ‘মিটিং’। যে এপিসোডে আধ্যার সঙ্গে আঁচলের প্রথমবার সাক্ষাৎ ঘটে। একটি গলিতে দেখা হয় তাদের। দেখা যায় আঁচল বেশি বোল্ড। আধ্যা ঠিক তার বিপরীত মেরুর। সে লাজুক প্রকৃতির মানুষ।

‘দ্য আদর লাভ স্টোরি’র গল্পটি বেঙ্গালুরুর। যেখানে লেসবিয়ান প্রেমকে আলমারি বন্দি করে রাখা হত একটা সময়। পরের এপিসোডগুলিতে আঁচল ও আধ্যার পরিবারের সঙ্গে তাদের সমস্যা তৈরি হয় এই সম্পর্ককে ঘিরে। কিন্তু শেষটা ‘হ্যাপি এন্ডিং’ রেখেছেন নির্মাতারা। কেবল তাই নয়, নিউ ইয়র্ক ওয়েব ফেস্টে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছিলেন রুপা।

Next Article