Crime Thriller: পরকীয়া, প্রেম, খুন… রহস্য ফাঁস করতে ‘নলিনীকান্ত’ হয়ে আসছেন রজতাভ

Crime Thriller: বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে স্বামীর ফোনে বারবার নিশার ফোন আসতে দেখে স্ত্রী শর্মিলার কিছুটা হলেও সন্দেহ হয়।

Crime Thriller: পরকীয়া, প্রেম, খুন... রহস্য ফাঁস করতে নলিনীকান্ত  হয়ে আসছেন রজতাভ

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 14, 2022 | 11:18 PM

প্রেম, পরকীয়া, খুন— টানটান রহস্য ঘেরা এক নাটকীয় প্লট। আর সেই প্লটেরই কেন্দ্রীয় চরিত্র নলিনীকান্ত ওরফে রজতাভ দত্ত। উত্তেজনার পারদে মাখা থ্রিলার আর ঘটে যাওয়া ঘটনারাজির রহস্য এবার উন্মোচিত হতে চলেছে তাঁরই হাত ধরে। সিরিজের নাম ‘ইনস্পেক্টর নলিনীকান্ত’। রজতাভ রয়েছেন মুখ্য ভূমিকায়। গল্পের প্লট বলছে, কলকাতার খ্যাতনামা কসমেটির সার্জন ডাক্তার আদিত্য সেন পরকীয়া জড়েন তাঁরই পেশেন্ট নিশার সঙ্গে।

বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে স্বামীর ফোনে বারবার নিশার ফোন আসতে দেখে স্ত্রী শর্মিলার কিছুটা হলেও সন্দেহ হয়। যদিও আদিত্য গোটা বিষয়টি একেবারেই মানতে চাননি। স্ত্রীকে সরাতে খুনের ছক কষে ডাক্তার। পুরো ফ্ল্যাটটাকে এমন ভাবে সাজায় যেন মনে হয়, ডাকাতি করতে এসে ডাকাতরাই খুন করেছে শর্মিলাকে। আদিত্যের এই কুকীর্তির সঙ্গী প্রেমিকা নিশা। নিখুঁত ছক, সাজানো পরিকল্পনায় কোনও ভাবেই যেন বোঝার উপায় নেই খুন হয়েছেন শর্মিলা। কিন্তু নলিনীকান্ত যখন তদন্তের মূল কান্ডারী তখন তাঁর হাত থেকে পালিয়ে বাঁচে এ সাধ্য কার?

তদন্তে নেমে উঠে আসে একের পর এক রহস্য। যাকে মৃত ভেবে নিশ্চিন্তে ছিলেন আদিত্য সেই শর্মিলার ক্ষেত্রেও ঘটে যায় অনবদ্য এক টুইস্ট। এ নিয়ে এগতে থাকে সিরিজের গল্প। নলিনী কি বুঝতে পারবে আদিত্য খুনি, নাকি আদিত্য আদপে খুনটাই করেননি? এ নিয়েই ক্লিকে আসতে চলেছে সিরিজ ‘ইনস্পেক্টর নলিনীকান্ত’। সিরিজের পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়। কাহিনীকার সৌমিক ও অয়ন ভট্টাচার্য। চিত্রনাট্য ও সংলাপ লিখন রুদ্র। রজতাভ দত্ত ছাড়াও গল্পের অ্যান্টাগোনিস্ট ওরফে আদিত্যের চরিত্রে অভিনয় করেছেন সুব্রত দত্ত। তাঁর স্ত্রী শর্মিলা সেনের চরিত্রে দেখা গিয়েছে মিশকা হালিমকে। অন্যদিকে নিশার চরিত্রে রয়েছেন রূপসা। আগামীকাল প্রকাশ্যে আসবে সিরিজের টিজার। তাঁর আগেই প্রকাশ্যে এল চরিত্রের লুক।