Qala: ইরফান জানলেন না ছেলে অভিনয় করছেন, প্রথম ছবি মুক্তির আগে আবেগঘন বাবিল

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 31, 2022 | 6:28 PM

Irrfan Khan: বাবিল জানিয়েছেন, এমন এক সময়ে তাঁর কাছে ছবির অফার যায় সে সময়টা ছিল উথালপাথাল। সদ্য বাবাকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছিলেন বাবিল।

Qala: ইরফান জানলেন না ছেলে অভিনয় করছেন, প্রথম ছবি মুক্তির আগে আবেগঘন বাবিল
প্রথম ছবি মুক্তির আগে আবেগঘন বাবিল

Follow Us

২০২০… বলিউডে অভিশপ্ত বছর। করোনার হানা, লকডাউন… এরই মধ্যে একদিনের ব্যবধানে প্রয়াত হয়েছিলেন ঋষি কাপুর ও ইরফান খান। ইরফানের বড় ছেলে বাবিল ডেবিউ করতে চলেছে বলি দুনিয়ায়। হতে চেয়েছিলেন সিনেমাটোগ্রাফার। কিন্তু নিয়তি কে আটকায়? বাবার মৃত্যুর পরেই ছবির অফার যায় তাঁর কাছে। ছবির নাম ‘কালা’। সেই ছবিই অবশেষে মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। ছবি নিয়ে কী বললেন বাবিল?

বাবিল জানিয়েছেন, এমন এক সময়ে তাঁর কাছে ছবির অফার যায় সে সময়টা ছিল উথালপাথাল। সদ্য বাবাকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছিলেন বাবিল। ছবির পরিচালক অন্বিতা দত্ত। বাবিলের কথায়, “পরিচালকের সহকারী ছিল আমার বন্ধু। সেই আমায় প্রথম বলে। স্ক্রিপ্ট পড়ার আগেই আমি হ্যাঁ বলে দিই। সে সময় সবে বাবা মারা গিয়েছে।” বাবিল জানিয়েছেন প্রথম বার কোনও ছবির জন্য প্রযোজনা সংস্থায় পৌঁছনোর পর তাঁর অভিজ্ঞতা হয়েছিল বড় ভাল। যেভাবে তাঁকে দেখে পরিচালক জড়িয়ে ধরেছিলেন তা তাঁর কাছে ছিল অনেক দামি। অন্যদিকে পরিচালকের বক্তব্য, বাবিলকে তিনি প্রথম দেখেন বাবিলের ১৪ বছর বয়সে। পরিচালকের কথায়, “যে বন্ধুর কথা বাবিল বলল সে আমায় একদিন হঠাৎই বলে, বাবিলকে দেখবে নাকি। কিন্তু আমি নিশ্চিত ছিলাম না ও আদপে ছবি করতে চায় কিনা। কারণ আমি শুনেছিলাম ও সিনেমাটোগ্রাফার হতে চায়। সে নিয়েই পড়াশোনা করছে।” কিন্তু প্রথম বার সেটে দেখেই বাবিল মুগ্ধ করেছিলেন তাঁকে। যা চাইলেন, যেমন চরিত্র খুঁজছিলেন তা বাবিলের মধ্যেই খুঁজে পেয়েছিলেন বলে জানিয়েছেন পরিচালক। তাঁর মতে বাবিল, ‘ঈশ্বরের সন্তান’।

২০২০ সালের ২৯ এপ্রিল প্রয়াত হন ইরফান খান। ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। এত সুদক্ষ অভিনেতার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেনি গোটা দেশ। ভেঙে পড়েছিলেন বাবিল। স্ত্রী সুতপা শিকদারও। তবে আর না। বাবার আশীর্বাদ নিয়েই বলিউডে যাত্রা শুরু হচ্ছে বাবিলের। অডিশন দিয়ে সুযোগ পেয়েছিলেন কালাতে। আগামী দিনে কী অপেক্ষা করছে এখন সেটাই দেখার।

Next Article